PM Modi’s US Visit: আগেও ৬ বার গিয়েছেন মার্কিন সফরে, তবে প্রধানমন্ত্রী মোদীর এই সফর এত গুরুত্বপূর্ণ কেন?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 22, 2023 | 12:24 PM

US State Visit: আমেরিকায় বিদেশের কোনও প্রতিনিধি সফরে গেলে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে সেই সফরকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়। এই পাঁচটি শ্রেণি হল- স্টেট ভিজিট, অফিসিয়াল ভিজিট, অফিসিয়াল ওয়ার্কিং ভিজিট, ওয়ার্কিং ভিজিট ও প্রাইভেট ভিজিট।

PM Modis US Visit: আগেও ৬ বার গিয়েছেন মার্কিন সফরে, তবে প্রধানমন্ত্রী মোদীর এই সফর এত গুরুত্বপূর্ণ কেন?
ছবি:PTI

Follow Us

ওয়াশিংটন: তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। তাঁর এই সফর ঘিরে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক-কূটনীতিবিদদের মধ্যে উচ্ছাস-উন্মাদনার শেষ নেই। মঙ্গলবারই নিউ ইয়র্কে পৌঁছন প্রধানমন্ত্রী, বুধবার থেকে শুরু হয় তাঁর অফিসিয়াল স্টেট ভিজিট (Official State Visit)। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এর আগেও তো মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, তবে এই সফর ঘিরে এত উন্মাদনা কেন? কারণ ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে বসার পর এটাই তাঁর প্রথম আনুষ্ঠানিক মার্কিন সফর বা অফিসিয়াল স্টেট ভিজিট। মনমোহন সিংয়ের পরে নরেন্দ্র মোদীই দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি স্টেট ভিজিটে গেলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য স্টেট ডিনারের আয়োজন করেছেন। এই সফরের মাঝেই মার্কিন কংগ্রেসেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী। তিনিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি দুইবার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখার আমন্ত্রণ পেলেন।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নরেন্দ্র মোদী মোট ছয়বার মার্কিন সফরে গিয়েছেন। ২০১৪ সালের সেপ্টেম্বর, ২০১৫ সালের সেপ্টেম্বর, ২০১৬ সালের মার্চ-এপ্রিল মাসে, ২০১৬ সালের জুন মাসে, ২০১৭ সালের জুন মাসে ও ২০১৯ সালেক সেপ্টেম্বর মাসে আমোরিকায় গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে। কিন্তু এই প্রথম তিনি অফিসিয়াল স্টেট ভিজিটে গেলেন।

কেন বাকি সফরের থেকে প্রধানমন্ত্রীর এই সফর আলাদা?

আমেরিকায় বিদেশের কোনও প্রতিনিধি সফরে গেলে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে সেই সফরকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়। এই পাঁচটি শ্রেণি হল- স্টেট ভিজিট, অফিসিয়াল ভিজিট, অফিসিয়াল ওয়ার্কিং ভিজিট, ওয়ার্কিং ভিজিট ও প্রাইভেট ভিজিট। এই পাঁচ শ্রেণির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল  অফিসিয়াল  ভিজিট। এটিই সবথেকে উচ্চ পর্যায়ের মার্কিন সফর। একমাত্র মার্কিন প্রেসিডেন্টই কোনও দেশের রাষ্ট্র প্রধানকে এই সফরে আসার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। এই সফরে আমন্ত্রণের অর্থ হল আমন্ত্রণপ্রাপ্ত দেশকে আমেরিকা বন্ধু দেশ ও গুরুত্বপূর্ণ সঙ্গী হিসাবে গণ্য করে।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর বাইডেন এখনও অবধি মাত্র দুইবারই স্টেট ভিজিটের আমন্ত্রণ জানিয়েছিলেন, একবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁকে এবং আরেকবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলকে। এবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন।

তবে ফারাকটা এখানেই। কারণ নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি নন, প্রধানমন্ত্রী। তাঁকে বিশেষ আমন্ত্রণ জানানোর জন্যই আমেরিকার তরফে সফরের আরেকটি শ্রেণি তৈরি করা হয়, যা হল অফিসিয়াল স্টেট ভিজিট। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভারতের সঙ্গে অংশীদারী সম্পর্ককে মজবুত করার জন্য আমেরিকা যেভাবে নিজেদের প্রোটোকলেই পরিবর্তন এনেছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে একমাত্র মনমোহন সিং-ই দুইবার অফিসিয়াল স্টেট ভিজিটে গিয়েছিলেন। ভারতীয় অন্য়ান্য প্রধানমন্ত্রী, যেমন অটল বিহারী বাজপেয়ী, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু মার্কিন সফরে গেলেও, তা অফিসিয়াল ওয়ার্কিং ভিজিট বা অফিসিয়াল ভিজিটে গিয়েছিলেন। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনই একমাত্র ভারতীয় যিনি স্টেট ভিজিটে আমেরিকা গিয়েছিলেন।

Next Article