গ্যাংটক: শুক্রবার (৭ অক্টোবর), সিকিমের গ্যাংটকে এক ডেয়ারি সম্মেলনের উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, “নরেন্দ্র মোদী সরকার প্রায় ৬৫,০০০ প্রাথমিক কৃষি ঋণ সমিতি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ৫ বছরের মধ্যে প্রতিটি পঞ্চায়েতে একটি করে প্রাথমিক কৃষি ঋণ সমিতি এবং একটি করে দুগ্ধশালা স্থাপন করব। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে উত্তর-পূর্বকে শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র হিসাবে বিবেচনা করা হত। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরই, উত্তর-পূর্বের প্রকৃত উন্নয়ন শুরু হয়েছে।”
এদিনই, তিন দিনের উত্তর-পূর্ব ভারত সফর শুরু করলেন অমিত শাহ। এদিন তাঁকে বিমান বন্দরে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে স্বাগত জানাতে গ্যাংটকের রাস্তার দুই ধারে বহু মানুষকে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। সেই দৃশ্যের ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন শাহ। সঙ্গে লিখেছেন, “এই উষ্ণ অভ্যর্থনার জন্য সিকিমের মানুষের প্রতি কৃতজ্ঞ। আমি অভিভূত।”
Grateful to the people of Sikkim for such a warm reception in Gangtok. I am overwhelmed. pic.twitter.com/7os1sa20Ee
— Amit Shah (@AmitShah) October 7, 2022
এদিন, সিকিমের রাজধানী গ্যাংটকে ইস্টার্ন অ্যান্ড নর্থ-ইস্টার্ন জ়োনস ডেয়ারি কোঅপারেটিভ কনক্লেভের উদ্বোধন করেন তিনি। ডেয়ারি কনক্লেভ উদ্বোধনের আগে, গ্যাংটক শহরে রাজভবন চত্ত্বরে সর্দার বল্লভ ভাই প্যাটেলের একটি মূর্তির উন্মোচন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ। এরপর সিকিমে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
Sardar Vallabhbhai Patel ji is a source of inspiration for every Indian. It was an honour to unveil his statue at Raj Bhawan, Gangtok (Sikkim). pic.twitter.com/58LDpDEPDN
— Amit Shah (@AmitShah) October 7, 2022
তারপর অমিত শাহ রওনা হবেন অসমের উদ্দেশে। শনিবার অসমের গুয়াহাটিতে, অমিত শাহ “মাদক পাচার এবং জাতীয় নিরাপত্তা” বিষয়ক একটি আঞ্চলিক সম্মেলনে অংশ নেবেন। উত্তর-পূর্ব ভারতের মাদক পাচার পরিস্থিতি এবং সম্ভাব্য সমাধান পরীক্ষা করার লক্ষ্য়েই এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। উত্তর-পূর্ব ভারতের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ডিজিপিরা এই উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন।
অন্যদিকে, এদিনই অসমে আসার কথা বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডারও। গুয়াহাটিতে উত্তর-পূর্ব ভারতে দলের সবথেকে বড় কার্যালয় উদ্বোধন করবেন তিনি। অসম বিজেপির সভাপতি ভবেশ কলিতা জানিয়েছেন, রাজ্য কমিটির পদাধিকারীরা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া, নাড্ডা এবং শাহ গুয়াহাটি ভেটেরিনারি কলেজের খেলার মাঠে দলীয় কর্মীদের নিয়ে এক সমাবেশ করবেন। সূত্রের খবর, গুয়াহাটিতে, অসম বিজেপির কোর কমিটির নেতাদের সঙ্গেও, বিজেপির এই দুই কেন্দ্রীয় নেতা বৈঠক করবেন।