নয়া দিল্লি: আরজি কর কাণ্ডের জের। বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এবার থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে। তাও আবার প্রতি দুই ঘণ্টা অন্তর। আরজি করে মহিলা চিকিৎসককে নির্যাতন করে খুনের ঘটনার পরই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, গত ১৬ অগস্টই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের প্রতিটি রাজ্যকেই এই নিয়ম মানতে হবে। পুলিশ বাহিনীকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রতি দুই ঘণ্টা অন্তর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ইমেইল, ফ্য়াক্স বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রকে জানাতে হবে।
Welcome this decisive step by PM @narendramodi and HM @AmitShah.
The Home Ministry’s directive for regular updates from state/UT police forces is crucial for maintaining law & order. Real-time monitoring will ensure more effective law and order management. pic.twitter.com/JjTOIcQyrz
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 17, 2024
স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় আরজি কর কাণ্ডের উল্লেখ করেই প্রতি দুই ঘণ্টা অন্তর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কন্ট্রোল রুমে জানাতে বলা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে দ্রুত যাতে তা কেন্দ্রের কাছে পৌঁছয়, তার জন্যই এই সিদ্ধান্ত। আরজি কর কাণ্ডে একাধিক খামতি ছিল। এই ধরনের ঘটনায় অবিলম্বে পদক্ষেপ করা প্রয়োজন।
সূত্রের খবর, নির্দেশিকা জারির দিনই বিকেল ৪টে থেকে এই নিয়মিত আপডেট পাঠাতে বলা হয়েছে। ইতিমধ্যেই বহু রাজ্য এই নিয়ম অনুসরণও করছে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্যের বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার কেন্দ্রের এই নির্দেশিকা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)