নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর, ভারতীয় রেল যাত্রীদের কাছে রেল টিকিটের বিষয়ে এক বিশেষ আবেদন করল। রেল জানিয়েছে যে যাত্রীরা যাতে নায্য টিকিট পান তা নিশ্চিত করতে রেল প্রতিশ্রুতিবদ্ধ। যদি কেউ এতে কোনও অসঙ্গতি লক্ষ্য করেন, তাহলে অবিলম্বে তা জানাতে হবে বলে দাবি করেছে রেল। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করে, রেল আবেদন জানিয়েছে, সাধারণ যাত্রীরা যাতে রেলের উন্নতিতে সাহায্য করে।
আরপিএফ-এর ডিজি মনোজ যাদব বলেন, “সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্ত রেল যাত্রীদের অধিকার রক্ষার ক্ষেত্রে এক ঐতিহাসিক সিদ্ধান্ত।” রেল মন্ত্রকের তরফে কেরল এবং মাদ্রাজ হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি বিশেষ আবেদন করা হয়েছিল। সেই মামলায় অননুমোদিতভাবে একগুচ্ছ রেল টিকিট বুকিংকে সামাজিক অপরাধ হিসেবে অভিহিত করা হয়েছে।
আরপিএফ-এর ডিজি জানান যে আরপিএফ তার লক্ষ্যে দৃঢ়। ব্যক্তিগত লাভের জন্য কেউ যাতে সিস্টেমের অপব্যবহার না করে, সেই বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেন, “এমন অপরাধ কেউ করলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। আমরা জনসাধারণের কাছে আবেদন করছি যে তারা যেন যে কোনও অনিয়ম সম্পর্কে রিপোর্ট করেন এবং রেল ব্যবস্থার উন্নয়নে আমাদের সঙ্গে যোগ দেন।” সব অভিযোগের জন্য ১৩৯ নম্বর হেল্পলাইন চালু আছে। এছাড়া RailMadad পোর্টালের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন যাত্রীরা।
সুপ্রিম কোর্ট সম্প্রতি বলেছে, ‘টিকিটের কালোবাজারি একটি সামাজিক অপরাধ এবং এটি সাধারণ মানুষের জন্য সমস্যা তৈরি করে। রেলপথ আমাদের দেশের মেরুদণ্ড। দেশের অর্থনীতিতে এর বিরাট প্রভাব রয়েছে। রেলের টিকিট জালিয়াতি অর্থনীতির উপর প্রভাব ফেলছে। এটা অবিলম্বে বন্ধ করা উচিত।’ এই পর্যবেক্ষণের ফলে রেলের টিকিট, বিশেষ করে তৎকাল টিকিটের কালোবাজারি বন্ধ হবে। এখন থেকে কেউ রেলের টিকিট সংগ্রহ করে বেশি দামে বিক্রি করতে পারবে না। এই সিদ্ধান্ত অনলাইনে বুক করা টিকিটের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সুপ্রিম কোর্ট ৯ জানুয়ারি এই সিদ্ধান্ত নেয়।