নয়াদিল্লি: সাধারণ মানুষের মাঝে মিশে যান তিনি। কখনও যুবসমাজের সঙ্গে ৬ ঘণ্টা কাটান। তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন। উৎসবেও মেতে ওঠেন সাধারণ মানুষের সঙ্গে। সোমবার সেই ছবিই দেখা গেল দিল্লিতে। দিল্লির নারাইনা গ্রামে লোহরি উৎসবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মেতে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Lohri has a special significance for several people, particularly those from Northern India. It symbolises renewal and hope. It is also linked with agriculture and our hardworking farmers.
এই খবরটিও পড়ুন
This evening, I had the opportunity to mark Lohri at a programme in Naraina in Delhi.… pic.twitter.com/WUv6pnQZNP
— Narendra Modi (@narendramodi) January 13, 2025
এদিন সন্ধ্যায় নারাইনা গ্রামে যান প্রধানমন্ত্রী। তাঁকে দেখে ‘মোদী, মোদী’ স্লোগান দিতে থাকেন স্থানীয় বাসিন্দারা। প্রধানমন্ত্রী তাঁদের গ্রামে আসায়, তাঁরা যে যারপরনাই খুশি, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আনন্দাশ্রু দেখা গেল কারও চোখে। এক নাবালকের মাথায় হাত বুলিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছবিও তুললেন। এরপর লোহরি উৎসবে অংশ নেন নমো।
প্রধানমন্ত্রী বলেন, উত্তর ভারত-সহ বহু জায়গার মানুষের কাছে লোহরির বিশেষ তাৎপর্য রয়েছে। এটা আশার প্রতীক। কৃষি ও কৃষকদের সঙ্গে যোগ রয়েছে এই উৎসবের। সবাইকে লোহরির শুভেচ্ছা জানান মোদী।
নারাইনা গ্রামে যাওয়ার আগে এদিন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির দিল্লির বাড়িতে পোঙ্গল এবং সংক্রান্তি পালনেও অংশ নেন প্রধানমন্ত্রী।