Anubrata-Kajal: কেষ্টর পায়ে হাত দিয়ে প্রণাম, কাজল বললেন…

Anubrata-Kajal: সোমবার ইলামবাজারের জয়দেবে মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব কেন্দুলি মেলার উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ। অনুষ্ঠান মঞ্চে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।

Anubrata-Kajal: কেষ্টর পায়ে হাত দিয়ে প্রণাম, কাজল বললেন...
অনুব্রত মণ্ডলকে প্রণাম করলেন কাজল শেখ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2025 | 9:56 PM

বীরভূম: তাঁদের ‘দ্বন্দ্ব’ নিয়ে বিস্তর জল্পনা। একাধিক বিজয়া সম্মিলনীর মঞ্চে তাঁদের একসঙ্গে দেখতে না পাওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। প্রশ্ন ওঠে, বীরভূমে কি শাসকদলে দুটি গোষ্ঠী? একদিকে বছর দুয়েক পর জামিন পেয়ে জেলায় ফেরা অনুব্রত মণ্ডল। অন্যদিকে, তাঁর অনুপস্থিতিতে জেলায় ক্রমশ গুরুত্ব বাড়া কাজল শেখ। দু’জনেই অবশ্য প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ খারিজ করেছেন। এবার একমঞ্চে দেখা গেল তাঁদের। শুধু তাই নয়, কেষ্টর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল।

সোমবার ইলামবাজারের জয়দেবে মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব কেন্দুলি মেলার উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ। অনুষ্ঠান মঞ্চে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।

অনুব্রত ও কাজলের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই সামনে আসলেও এবার সম্পূর্ণ উল্টো ছবি দেখা গেল সরকারি অনুষ্ঠানের মঞ্চে। এরপরই জল্পনা বাড়ে, তাহলে কি জেল থেকে বেরিয়ে আসার পর আবারও বীরভূমের রাজনীতিতে প্রধান ভূমিকায় আসতে চলেছেন অনুব্রত? এদিন কাজল শেখের অনুব্রতকে প্রণামের পর সেই প্রশ্নই ওঠে বীরভূমের রাজনৈতিক মহলে।

এই খবরটিও পড়ুন

তবে অনুব্রতকে প্রণাম করা নিয়ে কাজল শেখ বললেন, “আমি অনেকবার বলেছি, অনুব্রত মণ্ডল আমার অভিভাবক। তাঁর হাত ধরে আমার রাজনৈতিক জীবন শুরু। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কাজ করি। আমার যাঁরা অভিভাবক, বয়োজ্যেষ্ঠ, তাঁদের পায়ে হাত দিয়ে প্রণাম করি। আজ মঞ্চে অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সবাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। কারণ, তাঁরা আমার সিনিয়র।”