Agnipath: ‘অগ্নিপথ’ প্রকল্পের প্রথম ব্যাচে জম্মু-কাশ্মীরের ‘অগ্নিবীর’, শীঘ্রই শুরু সেনা-প্রশিক্ষণ

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 28, 2022 | 1:15 AM

সকল 'অগ্নিবীর'-কে ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রে রিপোর্টিং করার কথা বলা হয়েছে। নতুন বছরের প্রথম দিন, ১ জানুয়ারি থেকেই তাঁদের অগ্নিবীর হিসাবে গড়ে তোলার কাজ শুরু হবে।

Agnipath: অগ্নিপথ প্রকল্পের প্রথম ব্যাচে জম্মু-কাশ্মীরের অগ্নিবীর, শীঘ্রই শুরু সেনা-প্রশিক্ষণ
অগ্নিবীর নিয়োগ।

Follow Us

নয়া দিল্লি: দেশবাসীর সকলকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ দিতে ‘অগ্নিপথ’ প্রকল্প চালু করেছে নরেন্দ্র মোদীর সরকার। এবার এই প্রকল্পের অধীনে নিয়োগ প্রক্রিয়া শুরু হল। কেবল জম্মু ও কাশ্মীর থেকেই প্রায় ২০০ জনকে ‘অগ্নিপথ’ প্রকল্পে নিযুক্ত করা হল। লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, নথি যাচাই ও মেডিক্যাল পরীক্ষার পরই ২০০ জন অগ্নিবীর-কে অগ্নিপথ প্রকল্পে নিয়োগ করা হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর থেকেই প্রায় ২০০ জনকে অগ্নিপথ প্রকল্পে নিযুক্ত করা হয়েছে তাঁদের সকলকে সেনা প্রশিক্ষণ দেওয়া হবে। বড়দিনের আগের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর শ্রীনগরে আর্মি রিক্রুটিং অফিস থেকে তাঁদের বিভিন্ন দলে বিভক্ত করে সেনাবাহিনীর প্রায় ৩০টি প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। ওই কেন্দ্রগুলিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়ার পর তাঁদের সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। সকলকে ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রে রিপোর্টিং করার কথা বলা হয়েছে। নতুন বছরের প্রথম দিন, ১ জানুয়ারি থেকেই তাঁদের ‘অগ্নিবীর’ হিসাবে গড়ে তোলার কাজ শুরু হবে।

প্রসঙ্গত, সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সি যুবকেরা ‘অগ্নিপথ’ প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন। স্থল, জল এবং বায়ুসেনা, তিনটি বাহিনীতেই ‘অগ্নিবীর’ নেওয়া হবে। চার বছরের চুক্তিতে অগ্নিবীর নিয়োগ করা হবে। কেবল জম্মু-কাশ্মীর নয়, সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে ‘অগ্নিপথ’ প্রকল্পে অগ্নিবীর নিয়োগ করবে কেন্দ্র। সকলকে দেশ সেবার সুযোগ দিতেই অগ্নিপথ প্রকল্প চালু করা হচ্ছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। যদিও এই প্রকল্পের তীব্র বিরোধিতা করেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, মাত্র চার বছরের চুক্তিতে যুবদের সেনাবাহিনীতে নিয়োগ করা হলে তাঁদের বাকি ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এমনকি অন্যান্য সেক্টরের মতো সেনাবাহিনীতেও চুক্তিভিত্তিক নিয়োগ করার চেষ্টা হচ্ছে এবং সেনা-জওয়ানদের অপমান করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন বিরোধীরা। যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে দেশ রক্ষার কাজ করেন, তাঁদের এভাবে চার বছরের জন্য নিযুক্ত করা ঠিক নয় বলেও দাবি তোলেন তাঁরা। সংসদেও এই বিলের তীব্র বিরোধিতা হয়। যদিও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে পাশ হয়ে যায় ‘অগ্নিপথ’ বিল।

Next Article