নয়া দিল্লি: লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) যতই এগিয়ে আসছে, ততই বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। এবার আরও এক নতুন সমীকরণের সম্ভাবনা। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগেই বিজেপি (BJP)-র সঙ্গে হাত মেলাতে পারে ওড়িশার শাসক দল বিজু জনতা দল (Biju Janata Dal)। জোট নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি। যদি এই জল্পনা সত্যি হয়, তবে ১৫ বছর পর আবার এনডিএ-তে ফিরতে পারে বিজেডি।
সূত্রের খবর, ওড়িশার জাজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পরই বিজেপি ও বিজেডির মধ্যে জোট নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভুবনেশ্বর ও দিল্লিতে বেশ কয়েক দফায় বৈঠক হয়েছে। এরপরই জল্পনা যে দুই দলের মধ্যে হয়তো জোট নিয়ে আলোচনা চূড়ান্ত হয়ে গিয়েছে, অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।
১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল অবধি এনডিএ জোটেই ছিল বিজেডি। ওড়িশার মুখ্য়মন্ত্রী হওয়ার আগে, ১৯৯০-র দশকে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ক্যাবিনেটে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন নবীন পট্টনায়ক। ২০০৮ সালে কান্দামাল দাঙ্গার পরই জোট ছেড়ে বেরিয়ে যান নবীন।
যদি এই জল্পনা সত্যি হয়, তবে ১৫ বছর পর এনডিএ জোটে ফিরতে চলেছে বিজেডি। সম্প্রতিই মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়ক দলের সঙ্গে আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠকে বসেছিলেন। ওই বৈঠক প্রধান বিরোধী দলের সঙ্গে জোটের ইঙ্গিত ছিল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
প্রসঙ্গত, ২০০৯ সালে এনডিএ জোট থেকে বেরিয়ে এলেও, কেন্দ্রে বিজেপির প্রতি সুর নরমই রেখেছিল বিজেডি। বিভিন্ন ইস্যুতে বিজেপির পাশেই দাঁড়াতে দেখা গিয়েছিল তাদের। ২০১৯ সালে রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অশ্বিনী বৈষ্ণবকেও সমর্থন জানিয়েছিল বিজেডি।
কেমন হবে আসন ভাগাভাগি?
ওড়িশায় মোট ২১টি লোকসভা আসন রয়েছে। সূত্রের খবর, বিজেপি এর মধ্যে ১৪টি আসন দাবি করেছে। তবে শেষ অবধি বিজেপি ১১-এ এবং বিজেডি ৯টি আসনে লড়তে পারে। বর্তমানে ওড়িশার ৮টি লোকসভা আসন বিজেপির দখলে, বিজেডির হাতে রয়েছে ১২টি আসন। কংগ্রেসের হাতে রয়েছে মাত্র ১টি আসন।
অন্য়দিকে, চলতি বছরেই ওড়িশায় বিধানসভা নির্বাচনও রয়েছে। ১৪৭টি বিধানসভা আসনের মধ্যে ১১২টি আসন বিজেডির দখলে রয়েছে। বিজেপির দখলে রয়েছে ২৩টি আসন। কংগ্রেসের হাতে রয়েছে ৯টি আসন। যদি এনডিএ জোটে বিজেডি সামিল হয়, তবে তারা ১০০-রও বেশি আসনে লড়তে পারে। জোটসঙ্গী বিজেপির জন্য ছাড়তে পারে ৪০টি আসন। ষষ্ঠবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়াই লক্ষ্য নবীন পট্টনায়কের। বিজেডির দাবি, তারা ১২৮টিরও বেশি আসনে জয়ী হবে।