Ahmedabad Plane Crash: স্কুল থেকে এসে সবেমাত্র খাটে শুয়েছিল ছেলেটা, ২ মিনিটের মধ্যে বিকট শব্দ, তারপর জানলে চোখে জল আসবে
Ahmedabad Plane Crash: প্রতিবেশী এক মহিলা বলেন, "হস্টেলের পাশেই ওরা চায়ের দোকান চালাতেন। তারপর কালকের দুর্ঘটনা ঘটে। আর কেউ বেঁচে নেই।" উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১টা বেজে ৩৯ মিনিট নাগাদ একটি লন্ডন গামী বিমান ভেঙে পড়ে। ওই বিমানে থাকা যাত্রীদের মধ্যে একজন বাদে সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

নয়া দিল্লি: আর পাঁচটা দিনের মতোই সবে স্কুল থেকে ফিরেছে আকাশ। মা সীতাবেন রোজের মতোই হস্টেলের পাশে চায়ের দোকান চালাচ্ছেন। স্কুলের ব্যাগটা মাটিতে ফেলেই বিছানায় বিশ্রাম নিচ্ছিল ছেলেটা। খানিকবাদেই হঠাৎ বিস্ফোরণ। ভয়ঙ্কর শব্দ। এদিক-ওদিক কিছু বোঝার আগেই আগুনের গোলা! চোখের সামনের পুড়ে খাক হয়ে গেল দু’জন।
বৃহস্পতিবার মেঘানি নগরের বিজে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। একাধিক ডাক্তার পড়ুয়ার মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এই হস্টেলের পাশেই একটি ছোট চায়ের দোকান রয়েছে সীতাবেনের। তার পাশেই তিনি কুঁড়ে ঘর বানিয়ে থাকতে শুরু করেন। মায়ের সঙ্গে থাকত আকাশ। বৃহস্পতিবার সবে-সবে স্কুল থেকে ফিরেছিল বছর সতেরোর ছেলেটা। ব্যাগটা রেখে বিশ্রাম নিচ্ছিল সে। দু থেকে পাঁচ মিনিটের মধ্যে ভয়াবহ শব্দ। তারপর সবটা শেষ। মা ছেলে দুজনই জলজ্যান্ত পুড়ে গেলেন।
প্রতিবেশী এক মহিলা বলেন, “হস্টেলের পাশেই ওরা চায়ের দোকান চালাতেন। তারপর কালকের দুর্ঘটনা ঘটে। আর কেউ বেঁচে নেই।” উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১টা বেজে ৩৯ মিনিট নাগাদ একটি লন্ডন গামী বিমান ভেঙে পড়ে। ওই বিমানে থাকা যাত্রীদের মধ্যে একজন বাদে সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিমানটি ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই সেটি গিয়ে আছড়ে পড়ে একটি বিজে মেডিক্যাল হস্টেলের উপর। সেখানেও মৃত্যু হয় একাধিক জুনিয়র ডাক্তারের। আশপাশে থাকা আরও অনেকেই ক্ষতিগ্রস্ত বলে খবর। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাস্থলে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

