আহমেদাবাদ: গুজরাতের আহমেদাবাদ জেলার ধান্ধুকা শহরে বাড়ি। বয়স মাত্র ১৭ বছর। পরিবারের আর্থিক অবস্থাও তেমন সচ্ছল নয়। বাড়ির অবস্থাও জরাজীর্ণ। কিন্তু ১৭ বছরের ওই কিশোরের জীবনযাপন দেখে চোখ কপালে উঠতে বাধ্য। যে রকম বিলাসবহুলভাবে সে জীবন কাটায়, তা অনেকের কাছে স্বপ্ন। দামি বাইক রয়েছে তার। কিনেছে চারচাকা গাড়িও। প্রায়শই গোয়া ঘুরতে যায় ওই কিশোর। পাঁচ তারা হোটেল ছাড়া থাকে না। সম্প্রতি ২টি আইফোন কিনেছে সে। শেয়ার বাজারেও লগ্নি করেছে লক্ষাধিক টাকা। কিন্তু তার বাবা গাড়ি চালকের কাজ করেন। রোজগার মোটেই তেমন উল্লেখযোগ্য নয়। কিন্তু ওই কিশোরের জীবন চলে কোটিপতির ঢঙে। যা দেখে পড়ে যায় বহু প্রচলিত সংলাপ- “ঘরে নেই নুন, ছেলে হবে মিঠুন।” সম্প্রতি পুলিশি তদন্তে ফাঁস হল আসল ঘটনা। জানা গেল, ওই কিশোর এক অবসরপ্রাপ্ত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেয় ৪৭ লক্ষ টাকা। সেই টাকা দিয়েই বিলাসিতা করেছে ১৭ বছরের ওই কিশোর।
কী ভাবে এত টাকা পেল ওই কিশোর?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কে জালিয়াতি করে অবসরপ্রাপ্ত এক ব্যক্তির থেকে ৪৭ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই কিশোর। ওই ব্যক্তির নাম নরোত্তম প্যাটেল। জানা গিয়েছে, নরোত্তম ২০১৮ সালে আমেরিকায় চলে যান। তার পর তাঁর মোবাইল কানেকশন বন্ধ হয়ে যায়। কিন্তু ওই নম্বরে হোয়াটসঅ্যাপ চালু ছিল নরোত্তমের। সেই নম্বরটি পায় ওই কিশোর। হোয়াটসঅ্যাপ ব্যাকআপের মাধ্যমে নরোত্তমের ব্যাঙ্কের পাসবুকের ছবি আসে তার হাতে। এমনকি ওই নম্বরটিও নরোত্তমের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল। তা কাজে লাগিয়েই নরোত্তমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গত ১০ মাসে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে অভিযুক্ত কিশোর।
এই ব্যাঙ্ক জালিয়াতির কাজে অভিযুক্তকে সাহায্য করেছেন তার দুই বন্ধু। তাদেরকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই কিশোরের পরিবারের আর্থিক অবস্থা মোটেই ভাল নয়। কিন্তু সম্প্রতি কিশোরের চালচলনে উল্লেখযোগ্য বদল আসে। যদিও তা নিয়ে কোনও প্রশ্ন করেনি তার পরিবারের লোক।