Anurag Thakur in Dubai Expo: ‘ভারত গল্পের খনি! দেশকে সিনেমার উপাদান হিসেবে তুলে ধরাই লক্ষ্য’, দুবাই এক্সপোয় প্রত্যয়ী অনুরাগ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 29, 2022 | 1:20 PM

Anurag Thakur : মন্ত্রীর কথায়, ভারতকে বিশ্বের কাহিনী উপমহাদেশে পরিণত করাই তাঁর লক্ষ্য। এমনটা হলে ভারতে লাখ লাখ চাকরি তৈরি হতে পারে এবং তা গোটা বিশ্বের জন্য সহায়ক হতে পারে। মন্ত্রীর সঙ্গে একমত অভিনেতা রণবীর সিংও। তিনিও এককথায় মেনে নিয়েছেন যে ভারত হল অভিনয় প্রতিভার পাওয়ার হাউস।

Anurag Thakur in Dubai Expo: ভারত গল্পের খনি! দেশকে সিনেমার উপাদান হিসেবে তুলে ধরাই লক্ষ্য, দুবাই এক্সপোয় প্রত্যয়ী অনুরাগ
দুবাই এক্সপোর ভারতের প্যাভিলিয়নে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও বলিউড অভিনেতা রণবীর সিং

Follow Us

নয়া দিল্লি ও দুবাই : দুবাই সফরে গিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Union Minister Anurag Thakur)। সোমবার ছিল তাঁর দুবাই সফরের তৃতীয় দিন। আজ দুবাই এক্সপো ২০২০-র (Dubai Expo 2020) ভারতের প্যাভিলিয়নে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে ‘দ্য গ্লোবাল রিচ অব ইন্ডিয়ান মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি’ বিষয়ক এক আলোচনায় অংশ নেন তাঁরা। কেন্দ্রীয় মন্ত্রী জানান, দুবাইয়ে যে ভারতীয়রা বাস করেন, তাঁরাই হলেন ভারতের আসল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। উল্লেখ্য, দুবাই এক্সপোয় ভারতের প্যাভিলিয়নে ভিড় হচ্ছে ভালই। এখনও পর্যন্ত ১৭ লাখ দর্শকের ভিড় টেনেছে এই প্যাভিলিয়ন। অনুরাগ ঠাকুর বলেন, ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন হচ্ছে এবং উদযাপন কেবল ভারতে নয়, বিদেশেও হচ্ছে।

ভারতের সফ্ট পাওয়ার প্রজেকশনে চলচ্চিত্রের অবদানের কথাও উঠে আসে মন্ত্রীর মুখে। বলেন, “ভারত এমন এক দেশ, যেখানে অনেক গল্প লুকিয়ে আছে। ভারতের চলচ্চিত্র শিল্প বাইরের দেশগুলির লোকেদের উপর দারুণ প্রভাব ফেলেছে। তাঁরা ভারতকে চলচ্চিত্রের জন্য মনে রাখেন। মন্ত্রীর কথায়, ভারতকে বিশ্বের কাহিনী উপমহাদেশে পরিণত করাই তাঁর লক্ষ্য। এমনটা হলে ভারতে লাখ লাখ চাকরি তৈরি হতে পারে এবং তা গোটা বিশ্বের জন্য সহায়ক হতে পারে। মন্ত্রীর সঙ্গে একমত অভিনেতা রণবীর সিংও। তিনিও এককথায় মেনে নিয়েছেন যে ভারত হল অভিনয় প্রতিভার পাওয়ার হাউস।

বলিউডের তারকা অভিনেতা রণবীর সিং বলেন, “ভারতীয় কনটেন্ট বিশ্ব মঞ্চে তার প্রভাব ফেলার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে।” সেই সঙ্গে তিনি আরও বলেন, “ভারতীয় বিনোদন ক্ষেত্র বিশ্বব্যাপী বেড়েই চলেছে। আমাদের সিনেমার গল্পগুলি মানুষের সঙ্গে মিলে যায় এবং সেই সঙ্গে সাংস্কৃতিক সীমানাকেও পেরিয়ে যায়। প্রবাসী ভারতীয়রা চলচ্চিত্রের মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত হন।” খোলামেলা এই আলোচনার আগে অনুরাগ ঠাকুরের সঙ্গে রণবীর সিং দুবাই এক্সপো ২০২০-র ভারতের প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

উল্লেখ্য, এর আগে সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দুবাই কর্পোরেশন ফর ট্যুরিজম অ্যান্ড কমার্স মার্কেটিং-এর সিইও জনাব ইসাম কাজিমের সঙ্গে পর্যটন ক্ষেত্রে দুবাইয়ের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, বর্তমানে দুবাই গোটা বিশ্বের অন্যতম পছন্দের একটি পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। বৈঠকে মন্ত্রী অনুরাগ ঠাকুর এক্সপো আয়োজনের জন্য দুবাইয়ের প্রশংসা করেন। এর পাশাপাশি বিশ্বের পর্যটন মানচিত্রে দুবাইয়ের গুরুত্ব তুলে ধরে, মন্ত্রী বলেন, “ভারতীয়রা এই মহামারীর বছরগুলিতে লন্ডনের মতো পশ্চিমের রাজধানীগুলির চেয়ে দুবাইকেই ছুটি কাটানোর জন্য বেছে নিয়েছেন।”

আরও পড়ুন : Petrol Diesel Price: মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ পেট্রোল-ডিজেল, জেনে নিন নতুন দাম

Next Article