ফোনে খোঁজ নিলেন চিফ মার্শাল, কেমন আছেন জম্মু বিস্ফোরণে আহত ২ সেনা?

সুমন মহাপাত্র |

Jun 27, 2021 | 8:08 PM

Jammu Airport Blast: তাঁরা কেমন আছেন জানতে বাংলাদেশ থেকে ফোন করেছিলেন চিফ মার্শাল আরকেএস ভাদুড়িয়া। কথা বলেছেন আহতদের সঙ্গেও।

ফোনে খোঁজ নিলেন চিফ মার্শাল, কেমন আছেন জম্মু বিস্ফোরণে আহত ২ সেনা?
ছবি- পিটিআই

Follow Us

জম্মু: জোড়া বিস্ফোরণ। অন্য়দিকে নরবালে উদ্ধার আইইডি। একই দিনে কি ২ জায়গায় হামলার ফন্দি ছিল? সেই প্রশ্ন উঠছে। জম্মুতে বায়ুসেনার বিমানঘাঁটিতে (Jammu Airport) ড্রোন হামলার পর গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। রাত ১টা ৪০ মিনিটে হামলা চালায় ড্রোন। আহত হন ২ বায়ুসেনা আধিকারিক। তাঁরা কেমন আছেন জানতে বাংলাদেশ থেকে ফোন করেছিলেন চিফ মার্শাল আরকেএস ভাদুড়িয়া। কথা বলেছেন আহতদের সঙ্গেও।

বায়ুসেনা জানিয়েছে ২ সেনা পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন। তাঁরা গুরুতর জখম হননি, দ্রুত সেরে উঠছেন। জম্মুতে এই ড্রোন হামলার তদন্ত শুরু করেছে এনআইএ। সূত্রের খবর, পাক সীমানা অতিক্রম করেই জম্মু বিমানবন্দরে বিস্ফোরক ফেলেছে ড্রোনটি। আবার দেশের অভ্যন্ত থেকেও পরিচালিত হতে পারে ড্রোন। তাই এনআইএ গোয়েন্দারা ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করে তা পরীক্ষা করে দেখছেন।

তবে রাতের অন্ধকারে যেভাবে হামলা হয়েছে, সেখান থেকে একটা বিষয় পরিষ্কার, অত্যাধুনিক ড্রোন দিয়েই এই হামলা হয়েছে। কারণ সাধারণ নিম্নমানের ড্রোন হলে, রাতের অন্ধকারে এই হামলা সম্ভব নয়। পাকিস্তানের হাতে এমন কোনও শক্তিশালী ড্রোন নেই। তাই আঙুল উঠছে চিনের বিরুদ্ধে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, এই ড্রোন চিনে তৈরি হলেও হয়ে থাকতে পারে। অন্যদিকে পাকিস্তানে এই ড্রোনের যন্ত্রাংশ একত্রিত হয়েছিল, এই সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। সবটাই নির্ভর করছে তদন্তের ওপর। এনআইএ তদন্ত প্রক্রিয়া শেষ হলে জানা যাবে কোত্থেকে এসেছিল ড্রোনটি।

উল্লেখ্য,জম্মু বিমানঘাঁটির হেলিকপ্টার হ্যাঙ্গারের কাছেই হয়েছে বিস্ফোরণ। হ্যাঙ্গারে থাকে এম-১৭ কপ্টার, পণ্যবাহী বিমান। ২ বায়ুসেনা কর্মী আকাশ থেকে বোমা পড়তে দেখেছেন বলে সূত্রের খবর। তবে কি বায়ুসেনার হেলিকপ্টারকেই টার্গেট করেছিল হামলাকারীরা। সে প্রশ্নও উঠছে। কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সেখানে সীমানা পুনর্বিন্যাস নিয়ে কথা হয়েছে। তারপরেই এই হামলায় কোনও যোগসূত্র রয়েছে কি না, সে প্রশ্নও তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন: জম্মু বিমানঘাঁটিতে ড্রোন হামলার পর উদ্ধার ক্রুড বোমা, বাড়ছে আতঙ্ক

Next Article