জম্মু বিমানঘাঁটিতে ড্রোন হামলার পর উদ্ধার ক্রুড বোমা, বাড়ছে আতঙ্ক
রাতের অন্ধকারে জম্মু বিমানবন্দরে ড্রোন হামলা। ১টা ৪০ মিনিটে ওই বিস্ফোরণের পর গোটা উপত্যকা জুড়ে চাঞ্চল্য।
জম্মু: ৬ মিনিটের ব্যবধানে জোড়া বিস্ফোরণ। রাতের অন্ধকারে জম্মু বিমানবন্দরে (Jammu Airport) ড্রোন হামলা। ১টা ৪০ মিনিটে ওই বিস্ফোরণের পর গোটা উপত্যকা জুড়ে চাঞ্চল্য। তার মধ্যেই জম্মুতে মিলল ক্রুড বোমা। খোদ জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান এ কথা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। ক্রুড বোমা উদ্ধারের পর আতঙ্ক ছড়িয়েছে গোটা অঞ্চলে।
সংবাদ মাধ্যমকে জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবর সিং জানিয়েছেন, ঘনবসতিপূর্ণ এলাকাতেই ছিল ক্রুড বোমা। জম্মু বিমানঘাঁটির হেলিকপ্টার হ্যাঙ্গারের কাছেই হয় বিস্ফোরণ। হ্যাঙ্গারে থাকে এম-১৭ কপ্টার, পণ্যবাহী বিমান। ২ বায়ুসেনা কর্মী আকাশ থেকে বোমা পড়তে দেখেছেন বলে সূত্রের খবর। তবে কি বায়ুসেনার হেলিকপ্টারকেই টার্গেট করেছিল হামলাকারীরা। সে প্রশ্ন উঠছে। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় বম্ব ডিসপোজ়াল স্কোয়াড ও এনএসজি।
ইতিমধ্যেই হামলার বিষয়ে খোঁজখবর নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ঘটনার তদন্তভার হাতে তুলে নিয়েছে এনআইএ। তদন্তে রয়েছেন বায়ুসেনার তদন্তকারী আধিকারিকরাও। অন্যদিকে উপত্যকার নরবাল এলাকা থেকে ৫ আইইডি-সহ এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য সন্দেহভাজন আরও ২ জনকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চ পর্যায়ের কোনও আধিকারিক জম্মু বিস্ফোরণের ঘটনা পর্যালোচনা করবেন। বায়ুসেনার তরফ থেকে জানা গিয়েছে, বিস্ফোরণে আহত হয়েছে ২ জন মার্শাল। কোনও যন্ত্রাংশের বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি।
আরও পড়ুন: জোড়া বিস্ফোরণের পরই নরবাল থেকে উদ্ধার আইইডি, কোথাও কি যোগসূত্র?