Air India Returns to Delhi without Passengers: বন্ধ এয়ারস্পেস, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের না নিয়েই ফিরল বিশেষ বিমান!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 24, 2022 | 1:46 PM

Air India Returns to Delhi without Passengers: ইউক্রেনের তরফে জানানো হয়েছে, যেভাবে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া এবং পূর্ব ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির সৃ্ষ্টি হয়েছে, তারমধ্যে অসামরিক বিমান চলাচলের অনুমতি দেওয়া যথেষ্ট ঝুঁকিপূর্ণ।

Air India Returns to Delhi without Passengers: বন্ধ এয়ারস্পেস, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের না নিয়েই ফিরল বিশেষ বিমান!
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: সকাল থেকেই যুদ্ধের ঘনঘটা ইউক্রেনের (Ukraine) আকাশে। এদিকে, সেই দেশে এখনও কয়েক হাজার ভারতীয় আটকে রয়েছে। রাশিয়া যে কোনও মুহূর্তেই হামলা চালাতে পারে, এই আশঙ্কাতেই কেন্দ্রের তরফে বিশেষ বিমান (Special Flight) পাঠানো হয়েছিল প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার জন্য। কিন্তু রাশিয়ার সামরিক হামলার জেরে বন্ধ করে দিতে হয়েছে ইউক্রেনের এয়ারস্পেস (Ukraine Airspace)। অসামরিক বিমান চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির কারণে এদিন সকালে ইউক্রেন থেকে আটকে থাকা ভারতীয়দের নিয়ে এয়ার ইন্ডিয়া(Air India)-র যে বিমানের ফেরার কথা ছিল, তা ইউক্রেনের মাটিতে অবতরণও করতে পারল না।

এয়ার ইন্ডিয়ার ওই বিমানেই ভারতে ফেরার কথা ছিল কয়েকশো ভারতীয়ের। কিন্তু রাশিয়ার লাগাতার মিসাইল হামলার জন্য এদিন সকালেই ইউক্রেন এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়। অসামরিক বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এয়ার ইন্ডিয়ার বিমানটিকেও অবতরণ করতে দেওয়া হয়নি। ইউক্রেনের তরফে ‘নোটাম’ জারি করার পরই ওই বিমানটি ফের নয়া দিল্লিতে ফিরে আসে।

ইউক্রেনের তরফে জানানো হয়েছে, যেভাবে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া এবং পূর্ব ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির সৃ্ষ্টি হয়েছে, তারমধ্যে অসামরিক বিমান চলাচলের অনুমতি দেওয়া যথেষ্ট ঝুঁকিপূর্ণ। একদিকে মিসাইলের আঘাতে বিমান ভেঙে পড়ার আশঙ্কা, অন্যদিকে এয়ারস্পেসে সামরিক বিমান ওঠানামা করতে দেওয়ার জন্য যথেষ্ট জায়গা দেওয়ার প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের জুলাই মাসে ইউক্রেনের সামরিক বাহিনী ও রাশিয়ার সমর্থনে থাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলাকালীনই মালয়শিয়া এয়ারলাইনের একটি বিমান ধ্বংস হয়ে যায় এবং ২৯৮ জন যাত্রীরই মৃত্যু হয়। তদন্তকারীদের দাবি, রাশিয়ার তৈরি বিইউকে অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইলের আঘাতেই ওই বিমানটি ভেঙে পড়েছিল।

করোনাকালে যেভাবে এয়ার ইন্ডিয়া বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে থাকা ভারতীয়দের বন্দে ঊারত মিশনের অধীনে দেশে ফিরিয়ে এনেছিল। ইউক্রেনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির পরও এয়ার ইন্ডিয়ার তরফে দুটি বিমান পাঠিয়ে ইউক্রেনে আটকে থাকা কয়েকশো ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছে। তবে এদিনের বিমানটি ইউক্রেনে যাওয়ার চেষ্টা করলেও, তা অবতরণ করতে পারেনি।  ভিস্তারা সংস্থার তরফে মঙ্গলবারই জানানো হয়েছিল যে তারা আপাতত ইউক্রেনের সঙ্গে বিমান চালু করার কোনও পরিকল্পনা নেই। অন্যান্য উড়ান সংস্থার তরফেও জানানো হয়েছে, চাহিদা থাকলেও ইউরোপীয়ান এয়ারস্পেস বন্ধ থাকার কারণে তারা বিমান চলাচল শুরু করতে পারছে না।

অন্যদিকে, ইউক্রেনে আটকে থাকা পড়ুয়া সহ অন্যান্য প্রবাসী ভারতীয়রা অভিযোগ করেছেন যে, দেশে ফেরার বিমানের টিকিটের দাম অত্যাধিক বেশি। এক লক্ষ টাকা থেকে টিকিটের দাম শুরু হচ্ছে।

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার ও সাহায্যের জন্য ২৪ ঘণ্টার একটি হেল্পলাইন চালু করা হয়েছে। এই নম্বরগুলি হল ১৮০০১১৮৭৯৭ (টোল ফ্রি), +৯১-১১-২৩০১২১১৩, +৯১-১১ৃ-২৩০৪১০৪, +৯১-১১-২৩০১৭৯০৫

Next Article