নয়া দিল্লি: করোনার অভিযোজিত রূপ নিয়ে সারা বিশ্ব চিন্তিত। এর মধ্যেই নয়া ‘স্ট্রেনের উৎস’ ব্রিটেন (UK) থেকে ২৪৬ জন যাত্রী নিয়ে বিমান এসে পৌঁছল দিল্লিতে। এর জেরে দেশে ফের সংক্রমণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনার নতুন রূপের বাড়বাড়ন্ত শুরু হওয়ার পর ব্রিটেনের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ রেখেছিল ভারত। ৮ ডিসেম্বর, শুক্রবার থেকে সেই পরিষেবা ফের সচল হল।
করোনার এই নতুন রূপ রুখতে তড়িঘড়ি ২৩ ডিসেম্বর ব্রিটেনের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ করেছিল ভারত। তবে সংক্রমণ রোখা যায়নি। দেশে নয়া স্ট্রেনে আক্রান্তর সংখ্যা এখন ৭৩। কয়েক দিন আগেই অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছিলেন, ৮ তারিখ থেকে সচল হবে ভারত-ব্রিটেন উড়ান পরিষেবা। সেই মতোই এদিন বিমান এসে পৌঁছল দিল্লিতে।
সরকার জানিয়েছে, প্রতি সপ্তাহে মোট ৩০ টি বিমান ওঠানামা করবে। ২৩ জানুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল নয়া ‘স্ট্রেনের’ ভয়াবহ পরিস্থিতির আবহে বিমান পরিষেবা ৩১ জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ করার দাবি করেছিলেন। টুইটে তিনি লিখেছিলেন, “অনেক কষ্টে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ব্রিটেনের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। কেন নিষেধাজ্ঞা তুলে ঝুঁকি বাড়াচ্ছেন?” দিল্লিতে এপর্যন্ত নতুন ‘স্ট্রেনে’ আক্রান্ত হয়েছেন ১৩ জন।
আরও পড়ুন: বদায়ূঁ গণধর্ষণকাণ্ডে পুলিসের জালে মূল অভিযুক্ত পুরোহিত, গ্রেফতার পাশের গ্রাম থেকে
ব্রিটেন ফেরতদের মাধ্যমে যাতে করোনা না ছড়ায় তার জন্য একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। ভারতে পৌঁছলেই যাত্রীদের নিজেদের খরচায় করোনা পরীক্ষা করাতে হবে। একই সঙ্গে ব্রিটেন থেকে আসার আগেও করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। দেশে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।