Akhilesh Yadav: ‘বড় মন চাই’, ‘পিডিএ’-র ভরসায় বিজেপি-কে হারানোর ফর্মুলা দিলেন অখিলেশ

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 17, 2023 | 3:06 PM

Akhilesh Yadav's formula to defeat BJP: ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর ফর্মুলা বললেন অখিলেশ যাদব। বিরোধী দলগুলির 'বড় মনের' পরিচয় চেয়েছেন সমাজবাদী পার্টি প্রধান।

Akhilesh Yadav: বড় মন চাই, পিডিএ-র ভরসায় বিজেপি-কে হারানোর ফর্মুলা দিলেন অখিলেশ
অখিলেশ যাদব (ফাইল ছবি)

Follow Us

লখনউ: ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর ফর্মুলা বললেন অখিলেশ যাদব। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম আয়োজিত এক অনুষ্ঠানে সমাজবাদী পার্টির প্রধান বলেছেন, বিজেপিকে হারানোর জন্য তাঁর ফর্মুলা পিডিএ, অর্থাৎ পিছলে, দলিত এবং অল্পসংখ্যক (অনগ্রসর জাতি উপজাতি,দলিত এবং সংখ্যালঘু)। তাঁর দাবি পিডিএ-ই হারিয়ে দেবে এনডিএ-কে। উত্তর প্রদেশের ৮০ আসনে বিজেপিকে হারাতে পারলেই এনডিএ-কে পরাস্ত করা যাবে বলে দাবি করেছেন তিনি। এর জন্য, দেশের অন্যান্য বিরোধী দলগুলিকে উত্তর প্রদেশের সব আসনে সমাজবাদী পার্টিকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, বিরোধী দলগুলি যদি সমাজবাদী পার্টিকে ‘বড় মন’ নিয়ে সমর্থন জানায়, তবে, উত্তর প্রদেশের ৮০টি আসনেই বিজেপি পরাস্ত হবে।

বিরোধী দলগুলির সমর্থন পাওয়া কোনও আকাশ-কুসুম কল্পনা নয় বলেও জানিয়েছেন তিনি। অখিলেশ জানিয়েছেন, অতীতে তিনি কংগ্রেস, বহুজন সমাজ পার্ট এবং অন্যান্য ছোট দলগুলির সঙ্গে জোট গড়েছেন। জয়ের আশা ছিল বলেই সেই জোট তৈরি করা হয়েছিল। সপা প্রধান বলেন “গুরুত্বপূর্ণ উপাদান হল বড় মন। আমাদের দল সবসময় যার পরিচয় দিয়েছে। যদি বড় জাতীয় দলগুলি আমাদের সমর্থন জানায়, তবে উত্তর প্রদেশের ৮০টি আসনেই বিজেপি পরাজিত হবে।” আসন্ন লোকসভা আসনে বৃহত্তর বিরোধী জোট গঠনের ক্ষেত্রে, অখিলেশ বলেছেন, যে রাজ্যে যে দল শক্তিশালী এবং যাদের ভোট পাওয়ার সম্ভাবনা বেশি, সেই দলগুলিকে বাকিদের সমর্থন করা উচিত। অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গে তিনি যে বৈঠকগুলি করেছেন, সবগুলির শেষেই এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অখিলেশ আরও দাবি করেছেন, জোট গড়ার ক্ষেত্রে সমাজবাদী পার্টি বরাবর নমনীয় মনোভাব দেখায়। অতীতে রাজ্য ও জাতীয় নির্বাচনের সময়, সপা যখন কংগ্রেস এবং বসপার সঙ্গে জোট গড়েছিল, সেই সময় সমাজবাদী পার্টি সবসময় সৎ থেকেছে এবং জোটসঙ্গীদের উপযুক্ত জায়গা দিয়েছে। তিনি বলেন, “যেখানে যেখানে সমাজবাদী পার্টি কোনও জোটে আছে, কোথাও শুনবেন না আমরা আসন ভাগাভাগি নিয়ে লড়াই করছি।” বিজেপির হুমকির প্রেক্ষিতে, আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টিকে সমর্থন করা অন্যান্য দলগুলির দায়িত্ব বলেও দাবি করেছেন তিনি।

লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির জোট গড়া নিয়ে জোর চর্চা চলছে। নীতীশ কুমার এবং তেজস্বী যাদব, নিজেরা উদ্যোগ নিয়ে সপা, আপ, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এনসিপি, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র মতো দলের সঙ্গে জোট নিয়ে বৈঠক করেছেন। ২৩ জুন বিহারে সকল বিরোধী দল মিলে, জোটের বিষয়ে বৈঠক হওয়ার কথা। তার আগে অন্যান্য দলগুলির উদ্দেশ্যে বড় বার্তা দিলেন অখিলেশ যাদব।

Next Article