UP Assembly: উপমুখ্যমন্ত্রীকে অখিলেশের ‘অশালীন’ শব্দ! ‘কোথায় ভুল’, বোঝালেন যোগী আদিত্যনাথ

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

May 26, 2022 | 12:24 PM

Uttar Pradesh: অখিলেশ দাবি করেছিলেন, সমাদবাদী পার্টি সরকারের মানুষের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প চালু করেছিল, জবাবে মৌর্য বলেন, "বিরোধী দলনেতা ৫ বছরের শাসনকাল নিয়ে একের পর এক কৃতিত্ব দাবি করছেন। আপনার কি কোনও রোগ আছে?

UP Assembly: উপমুখ্যমন্ত্রীকে অখিলেশের অশালীন শব্দ! কোথায় ভুল, বোঝালেন যোগী আদিত্যনাথ
ছবি: সংবাদ সংস্থা

Follow Us

লখনউ: বুধবার হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে উত্তর প্রদেশ বিধানসভা (Uttar Pradesh Assembly), সৌজন্যে শাসক বিজেপি এবং প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং বিরোধী দলনেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এমন পর্যায়ে পৌঁছেছিল যে শেষমেশ হস্তক্ষেপ করতে বাধ্য হন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। যোগী বলেন, অসংসদীয় শব্দ ব্যবহার এবং হুমকি কখনই বিধানসভা অধিবেশনে অঙ্গ হতে পারে না। রাজ্য বিধানসভার অধিবেশনে সপা প্রধান অখিলেশ যাদব তাঁর মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের উন্নয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। রাজ্যপালের ভাষণের ওপর জবাবি আলোচনায় বক্তব্য রাখার সময় অখিলেশকে কটাক্ষ করেন উপমুখ্যমন্ত্রী মৌর্য। তিনি বলেন, “যদি ওনার (অখিলেশ) কাজ এতটাই ভাল হত, তবে এবারের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের দলকে মানুষ ধুয়ে মুছে সাফ করে দিত না।”

অখিলেশ দাবি করেছিলেন, সমাদবাদী পার্টি সরকারের মানুষের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প চালু করেছিল, জবাবে মৌর্য বলেন, “বিরোধী দলনেতা ৫ বছরের শাসনকাল নিয়ে একের পর এক কৃতিত্ব দাবি করছেন। আপনার কি কোনও রোগ আছে? যদি কোনও রোগ থেকে থাকে, অবশ্যই পরীক্ষা করান। বিরোধী দলনেতার সঠিক চিকিৎসা দরকার… ৫ বছর ক্ষমতায় ছিলেন, ৫ বছর ক্ষমতার বাইরে আছেন। আগামী ৫ বছরও ক্ষমতার বাইরে থাকতে হবে।”

মৌর্যের এই মন্তব্য শুনে রাগে ফেটে পড়েন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রীকে নিশানা করে অশালীন মন্তব্য করেন অখিলেশ, এমনটাই অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষমেশ হস্তক্ষেপ করতে বাধ্য হন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী বলেন, “সম্মানীয় নেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য মোটেও শোভনীয় নয়। আমি বিনীতভাবে বিরোধী দলনেতাকে বলতে চাই, অযথা উত্তেজিত হবেন না… আপনার সরকারের অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের দায়িত্ব। গণতন্ত্রের সব থেকে বড় শক্তি সম্মতি এবং ভিন্নমত। তবে আমি মনে করি উপমুখ্যমন্ত্রী যদি কোনও বক্তব্য রাখেন, তবে তাঁর কথা শোনা উচিৎ। অনেক ক্ষেত্রে বিরোধী দলনেতা ভুল হতে পারেন, কিন্তু আমাদেরও ধৈর্য ধরে তাঁর কথা শুনতে হবে। যুক্তি দিয়ে সেই দাবি খন্ডন করতে হবে। কিন্তু অশালীন কোনও শব্দ ব্যবহার করা মোটেই কাম্য নয়।” অশালীন শব্দ বিধানসভা অধিবেশনের কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার জন্য যোগী আদিত্যনাথ বিধানসভার অধ্যক্ষকে অনুরোধ করেছেন।

Next Article