Fight over seat: এক আসনে বসার চেষ্টা তিন মহিলার, ট্রেনের ভিতর মারামারিতে আহত পুলিশ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 07, 2022 | 7:02 PM

Viral video: জানা গিয়েছে, ঠাণে-পানভেল লোকাল ট্রেনে উঠেছিলেন তিন মহিলা। একটি আসনে বসাকে কেন্দ্র করে তর্কাতর্কি শুরু হয় তাঁদের মধ্যে।

Fight over seat: এক আসনে বসার চেষ্টা তিন মহিলার, ট্রেনের ভিতর মারামারিতে আহত পুলিশ
ট্রেনের কামরায় মহিলাদের লড়াই

Follow Us

মুম্বই: লোকাল ট্রেনের কামরায় আসনে বসা নিয়ে সহযাত্রীদের মধ্যে গণ্ডগোল নিত্যদিনের ঘটনা। প্রায়শই এ রকম ঘটনা ঘটে থাকে। কিন্তু তা নিয়ে মারামারির ঘটনা সাধারণত ঘটে না। কিন্তু লোকাল ট্রেনে বসাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে মুম্বইয়ে। সেখানকার সাবার্বান সেকশনের লোকাল ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় ঘটেছে এই ঘটনা। তিন মহিলার মধ্যে ঝামেলা থামাতে গিয়ে এক মহিলা পুলিশ কনস্টেবলও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, ঠাণে-পানভেল লোকাল ট্রেনে উঠেছিলেন তিন মহিলা। একটি আসনে বসাকে কেন্দ্র করে তর্কাতর্কি শুরু হয় তাঁদের মধ্যে। সেই তর্কাতর্কি কিছুক্ষণের মধ্যে হাতাহাতিতে পৌঁছে যায়। ঘটনা নিয়ে ভাসি জিআরপি-র অফিসার সাম্ভাজি কাটারে জানিয়েছেন, তুভ্রে স্টেশনের কাছে তিন মহিলার মধ্যে একটি আসন নিয়ে ঝগড়া শুরু হয়। তার পরই মারামারি শুরু করে দেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, কী ভাবে ট্রেনের কামরার মধ্য়ে হাতাহাতি জুড়েছেন মহিলারা। চুলের মুঠি ধরে একে অপরকে মারতেও দেখা গিয়েছে তাঁদের। জানা গিয়েছে, ট্রেন যখন নেরুল স্টেশনে তখন কর্তব্যরত এক মহিলা কনস্টেবল ওই মহিলাদের আটকানোর চেষ্টা করেন। অভিযোগ, তাঁর উপর চড়াও হয়ে মারধর করেন মহিলারা। তিনিও গুরুতর আঘাত পেয়েছেন। দুই মহিলার মাথা থেকে রক্ত বেরিয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনা নিয়ে ভাসি জিআরপি একটি মামলা দায়ের করেছে।

 

পুলিশ জানিয়েছে, তুভ্রে স্টেশনে একটি আসন খালি ছিল। এক মহিলা সেই আসনে বসার চেষ্টা করেছিলেন, তখন অপর এক মহিলা বসে পড়েন ওই আসনে। ওই একই আসনে তৃতীয় এক মহিলাও বসার চেষ্টা করেন। এই নিয়ে লেগে যায় ঝামেলা।

Next Article