All Party Meeting: বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক, গরহাজির কংগ্রেস

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 30, 2023 | 5:10 PM

আগামী ১ ফেব্রুয়ারি সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এদিন সর্বদলীয় বৈঠক ডাকেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী।

All Party Meeting: বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক, গরহাজির কংগ্রেস
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: বাজেট অধিবেশন শুরুর আর মাত্র একদিন বাকি। তার আগে সোমবার সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক হয়। এই বৈঠকে ১০০ দিনের কাজের টাকা থেকে বেকারত্ব, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি রাখেন তৃণমূল প্রতিনিধির। ১০০ দিনের কাজের টাকা কোনভাবে আটকানো ঠিক নয় বলে দাবি জানায় তৃণমূল। বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি নিয়েও পৃথক আলোচনা হয়। এদিন দুপুরে সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আসন্ন বাজেট অধিবেশনে তৃণমূল কংগ্রেসের তরফে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনার দাবি রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

কী কী বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব রাখা হয়েছে?
তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, দেশের বেকারত্ব ও মূল্যবৃদ্ধি নিয়ে আলাদা করে আলোচনার দাবি রাখা হয়েছে। এছাড়া মহিলা সংরক্ষণ বিল, বিবিসি ডকুমেন্টারি নিয়েও আলোচনার দাবি রেখেছে তৃণমূল। পাশাপাশি কেন্দ্রের কাছে বকেয়া অর্থ এবারের বাজেটে বরাদ্দ করারও দাবি জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

আগামী বছর, ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগে এটাই নরেন্দ্র মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট। তাই এবারের বাজেটে রাজ্যের প্রাপ্ত অর্থ কেন্দ্র বরাদ্দ করুক বলে এদিনের সর্বদলীয় বৈঠকেই দাবি জানিয়েছে তৃণমূল। এককথায়, এদিনের সর্বদলীয় বৈঠকে বাজেট নিয়ে দলের প্রত্যাশা প্রকাশ করেছেন তৃণমূল প্রতিনিধিরা।

জানা গিয়েছে, ১ ফেব্রুয়ারি সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এদিন সর্বদলীয় বৈঠক ডাকেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ সংসদ ভবনেই সর্বদলীয় বৈঠক হয়। বিরোধী দলগুলির প্রতিনিধিরা যেমন বাজেট অধিবেশন নিয়ে তাঁদের প্রত্যাশা প্রকাশ করেন, তেমনই সুষ্ঠুভাবে বৈঠক করার জন্য বিরোধীদের কাছে আবেদন করেন সংসদীয় মন্ত্রী।

এদিনের সর্বদলীয় বৈঠকে সমস্ত দল যোগ দিলেও হাজির ছিলেন না মল্লিকার্জুন খাড়্গে, অধীর চৌধুরী সহ কংগ্রেসের কোনও প্রতিনিধি। যদিও এদিনের সর্বদলীয় বৈঠক তাঁরা বয়কট করেননি, রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো আন্দোলন নিয়েই ব্যস্ত, সেজন্যই এদিনের বৈছর বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ মল্লিকর্যুন খারগে, অধীর চৌধুরীরা।

Next Article