নয়া দিল্লি: প্রবল বৃষ্টিতে ভাসছে দিল্লি (Delhi)। মরশুমের শুরুতেই বৃষ্টিপাতে (Heavy rain) রেকর্ড করল। বিগত ৪০ বছর পর এবার ফের ভয়াবহ বানভাসি পরিস্থিতির সম্মুখীন হল রাজধানী। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে নারাজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাই রাজধানীর সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করলেন তিনি। অতিরিক্ত বৃষ্টিপাতের জন্যই সোমবার দিল্লির সমস্ত স্কুল ছুটি থাকবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (CM Arvind Kejriwal)। অন্যদিকে, বানভাসি পরিস্থিতি নিয়ে রবিবারই দিল্লির উপ-রাজ্যপাল ভি.কে সাক্সেনার সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মৌসম ভবন সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা রেকর্ড। বিগত ৪০ বছরে একদিনে এই পরিমাণ বৃষ্টিপাত দিল্লিতে হয়নি। এর আগে ১৯৮২ সালের ২৫ জুলাই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল, সেদিন ১৬৯.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। আগামী দু-তিনদিন ভারী বৃষ্টিপাত চলবে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়াও চলছে।
এদিকে, অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে জলমগ্ন রাজধানীর বিস্তীর্ণ অঞ্চল। যমুনা নদীর জলস্তর বিপজ্জনক সীমার উপর দিয়ে বইছে। টানা বৃষ্টিপাতের জেরে রবিবারই শ্রীনিবাসপুরী এলাকার একটি সরকার স্কুল ধসে পড়েছে। ছুটির দিন হওয়ায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। তবে করোলবাগ এলাকায় বৃষ্টিতে দেওয়াল ধসে পড়ে ৫৮ বছর বয়সি এক মহিলার মৃত্যু হয়েছে। তাই ঝুঁকি এড়াতেই আপাতত একদিন, সোমবার সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী কেজরীবাল। এরপর আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর।