বিলাসপুর: দেশের বিভিন্ন রাজ্যে চাকা গড়াচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের। ভারতে এই প্রথম সেমি হাই স্পিড ট্রেন নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা শুরু থেকেই। আর উন্মাদনা এতটাই বেশি যে কোনও রাজ্যে বন্দে ভারতের উদ্বোধনের পর পরই তাতে চেপে বসছেন মানুষজন। তবে তা বিনা পয়সায় নয়। গ্যাঁটের কড়ি খরচ করে টিকিট কাটতে হচ্ছে যাত্রীদের। তারপরই এই বিলাসবহুল ট্রেনে যাত্রার ও লোভনীয় খাবার খাওয়ার সুযোগ হচ্ছে তাঁদের। এই আবহে এবার রেল কর্মীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ,তাঁরা বিনা টিকিটেই মজা নিচ্ছেন বন্দে ভারত এক্সপ্রেসের। বিলাসপুর-নাগপুর রুটে বন্দে ভারতে এক্সপ্রেসে এমনটাই অভিযোগ উঠল।
বন্দে ভারতে চড়ার জন্য সাধারণ যাত্রীদের টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে। সেখানে বিলাসপুর জ়োনের রেলের আধিকারিকরা বিনামূল্যে এই সেমি হাই স্পিড ট্রেনের সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করছেন বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানোর পর সজাগ হয়েছে রেল কর্তৃপক্ষ। এই মর্মে রেলের তরফে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত রেলের আধিকারিক ও কর্মীদের রেলের তরফে নোটিস পাঠানো হয়েছে। এদিকে রেল জানিয়েছে, ওই কর্মী ও আধিকারিকরা জানতেন না তাঁদেরও বন্দে ভারত এক্সপ্রেসে চড়তে গেলে মোট টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তবে এই বিষয়ে পরবর্তীকালে খেয়াল রাখা হবে।
প্রসঙ্গত, আগে ট্রেনের চড়ার ক্ষেত্রে পাস পেতেন রেলের কর্মীরা। তবে সম্প্রতি গ্রেড এ ও বি গ্রুপের গেজেটেড অফিসারদের জন্য এই এক্সিকিউটিভ পাস দেওয়া বন্ধ করা হয়েছে। আর যেসব আধিকারিকরা টিকিট না কেটেই বন্দে ভারত এক্সপ্রেস উপভোগ করছিলেন তাঁদের কাছেও রেলের এই পাস ছিল। কিন্তু তা এখন আর প্রযোজ্য নয়। তাই পাসে ভর করেই ট্রেনে উঠে পড়েন তাঁরা। তাই রেলের তরফে নোটিসও পেতে হল তাঁদের।