AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amarnath Yatra: চলতি বছরের অমরনাথ যাত্রা কবে শুরু, দিন ঘোষণা SASB-র

অমরনাথ যাত্রীদের সুবিধার্থে আবহাওয়া, রুট সহ পথে বিভিন্ন পরিষেবা সংক্রান্ত তথ্যের জন্য একটি অ্যাপ চালু করা হচ্ছে বলে SASB জানিয়েছে।

Amarnath Yatra: চলতি বছরের অমরনাথ যাত্রা কবে শুরু, দিন ঘোষণা SASB-র
অমরনাথ
| Edited By: | Updated on: Apr 15, 2023 | 5:46 AM
Share

জম্মু: অমরনাথ যাওয়ার জন্য যাঁরা পরিকল্পনা করেছেন, তাঁদের জন্য সুখবর। অমরনাথ যাত্রার (Amarnath Yatra) সূচি প্রকাশিত হল। চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হচ্ছে আগামী ১ জুলাই। শুক্রবার ট্রাস্টি বোর্ড, শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের (SASB) তরফে এ ব্যাপারে নির্দেশিকা জারি করা হল। এবার অমরনাথ যাত্রা টানা দু-মাস চলবে। অর্থাৎ ৩১ অগাস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। অমরনাথ যাত্রার পথে পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যাপারে প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা।

জানা গিয়েছে, এদিন অমরনাথ যাত্রার সূচি নিয়ে জম্মু-কাশ্মীরের রাজভবনে উপ-রাজ্যপাল মনোজ সিনহার নেতৃত্বে বৈঠকে বসে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড (SASB)। সেই বৈঠকেই আগামী ১ জুলাই থেকে অমরনাথ যাত্রার শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৭ এপ্রিল থেকে।

SASB-র তরফে জানানো হয়েছে, ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহায় পুণ্যার্থীরা দুটি পথ ধরে পৌঁছতে পারবেন। একটি হল, অনন্তনাগ জেলার পহেলগাঁও পথ ধরে এবং অন্যটি হল, গান্দেরবাল জেলার বালতাল পথ ধরে। অমরনাথ যাত্রীদের পথে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলেন, পুণ্যার্থীদের যাত্রা সহজ করতে বিদ্যুৎ, জল, নিরাপত্তা সহ সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। সমস্ত দফতর যৌথভাবে কাজ করছে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে আবহাওয়া, রুট সহ পথে বিভিন্ন পরিষেবা সংক্রান্ত তথ্যের জন্য একটি অ্যাপ চালু করা হচ্ছে বলে SASB জানিয়েছে।

অন্যদিকে, ১ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ও সন্ধ্যার পুজোও গুহার ভিতর থেকে সরাসরি সম্প্রচারিত করা হবে। ফলে ইচ্ছা সত্ত্বেও যাঁরা অমরনাথ যেতে পারছেন না, তাঁরা এই লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন।