Ambergris Recovered: জলে ভাসছিল কালচে-হলুদ রঙা থকথকে জিনিসটা, দেখেই কোটিপতি হওয়ার দৌড়ে সামিল চার…শেষমেশ
Ambergris Recovered: দূর থেকে দেখে বুঝতে না পারলেও, সামনে আসতেই বুঝেছিল যে এবার কোটিপতি হতে চলেছেন তারা। চোরাপথেই পাচার হচ্ছিল সমুদ্রের 'তরল সোনা'র। কিন্তু অধরাই রয়ে গেল কোটিপতি হওয়ার স্বপ্ন।

লখনউ: জলের উপরেই ভাসছিল কালচে হলুদ থকথকে একটা তরল পদার্থ। দূর থেকে দেখে বুঝতে না পারলেও, সামনে আসতেই বুঝেছিল যে এবার কোটিপতি হতে চলেছেন তারা। চোরাপথেই পাচার হচ্ছিল সমুদ্রের ‘তরল সোনা’র। কিন্তু অধরাই রয়ে গেল কোটিপতি হওয়ার স্বপ্ন। আগেই চার পাচারকারীকে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বুধবারই উত্তর প্রদেশ এসটিএফের তরফে টুইট করে জানানো হয়, গোপনসূত্রে খবর পেয়ে লখনউয়ে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে অ্যাম্বারগ্রিস বা তিমি মাছের বমি, যার বাজারমূল্য ১০ কোটি টাকা। চার পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে ৪.১২ কেজি তিমি মাছের বমি বা অ্যাম্বারগ্রিস উদ্ধার করা হয়েছে। এই অ্যাম্বারগ্রিসের বাজারমূল্য ন্যূনতম ১০ কোটি টাকা। তিমি মাছের বমি দিয়েই পারফিউম তৈরি করা হয়, সেই কারণেই এর বাজারদর এত বেশি। কিন্তু বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন ১৯৭২-র অধীনে অ্যাম্বারগ্রিস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
#UPSTF के द्वारा दिनांक 05.09.2022 को अंतरराष्ट्रीय स्तर पर वन्य जीव संरक्षण अधिनियम के अंतर्गत प्रतिबंधित अमबरगेरिस की तस्करी करने वाले गिरोह के 4 सदस्यो को रू0 10 करोड़ की 4.120 कि0ग्रा0 अमबरगेरिस सहित थाना गोमतीनगर विस्तार क्षेत्र, लखनऊ से गिरफ्तार किया गया।@uppolice pic.twitter.com/tarKLQDpBd
— UPSTF (@uppstf) September 6, 2022
উত্তর প্রদেশের এসটিএফের তরফে হিন্দিতে টুইট করে বলা হয়েছে, “গত ৫ সেপ্টেম্বর নিষিদ্ধ অ্যাম্বারগ্রিস পাচারকারী একটি গ্যাংয়ের চারজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। লখনউয়ের গোমতীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪.১২ কেজির অ্যাম্বারগ্রিস উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য ১০ কোটি টাকা।”
উল্লেখ্য, স্পার্ম ওয়েলের বমিকেই অ্যাম্বারগ্রিস বলা হয়। অত্যন্ত বিরল এই পদার্থ থেকে সুগন্ধী বের করা হয়, এর চাহিদা ব্যাপক হওয়ায় বাজারমূল্যও অনেক বেশি। একে ভাসমান সোনাও বলা হয়। চলতি বছরেই একাধিক ব্যক্তিকে বেআইনিভাবে অ্যাম্বারগ্রিস বিক্রি করার জন্য গ্রেফতার করা হয়েছে। গত জুলাই মাসেই কেরলে একদল মৎসজীবী সমুদ্রে তিমির বমি ভাসতে দেখেন এবং সঙ্গে সঙ্গেই স্থানীয় প্রশাসনকে খবর দেন তারা। উদ্ধার হওয়া ওই বমির বাজারমূল্য ছিল ২৮ কোটি টাকা।
