‘আমেরিকা ২০০ বছর ভারত শাসন করেছে’, জিনসের পর ফের বিতর্কে মুখ্যমন্ত্রী

সুমন মহাপাত্র |

Mar 21, 2021 | 8:15 PM

এ বার মুখ্যমন্ত্রী বলেছেন, "২০০ বছর আমেরিকার দাসত্বে ছিল ভারত।"

আমেরিকা ২০০ বছর ভারত শাসন করেছে, জিনসের পর ফের বিতর্কে মুখ্যমন্ত্রী
ফাইল চিত্র। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: রিপড জিনসের পর এ বার ভারত শাসন নিয়ে মন্তব্যের জেরে বিতর্কের মুখে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat)। এ বার মুখ্যমন্ত্রী বলেছেন, “২০০ বছর আমেরিকার দাসত্বে ছিল ভারত।”  যা নিয়ে রিপড জিনস বিতর্কের মধ্যেই ফের বিতর্কে তিরথ। সংবাদ সংস্থা এএনআই একটি ভিডিয়ো টুইট করেছে, যেখানে তিরথ বলছেন, “ভারত ২০০ বছর যে আমেরিকার দাসত্ব করেছে, সেই আমেরিকা আজ করোনায় জবুথবু কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত নিরাপদ বোধ করে।”

রাওয়াত বলেন, “আমেরিকা স্বাস্থ্য ক্ষেত্রে প্রথম তবু সে দেশে করোনা মৃত্যুর সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তারা আবার লকডাউনের দিকে এগোচ্ছে।” করোনা নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে রাওয়াত জানান, প্রধানমন্ত্রী সকলকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার আবেদন করলেও অনেকে তা করছেন না। কিন্তু বিতর্ক দানা বাঁধে তাঁর ২০০ বছর আমেরিকার শাসন বক্তব্য নিয়ে। ১৯৪৭ সালে প্রায় ২০০ বছর ব্রিটিশ পরাধীনতার পর স্বাধীন হয়েছিল ভারত। কিন্তু বিজেপি নেতার মুখে এহেন বক্তব্য শুনে নিন্দায় সরব হয়েছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

কয়েক দিন আগে শিশুদের অধিকার নিয়ে উত্তরাখণ্ড রাজ্য কমিশন দেরাদুনে একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করেছিল। সেখানে উপস্থিত একটি এনজিও(NGO)-র মহিলাকর্মীকে ছেঁড়া জিন্সের প্যান্ট পরতে দেখে বিস্মিতবোধ করছেন বলে জানিয়েছিলেন তিরথ। এতে শিশুদের মনে ও সমাজে খারাপ উদাহরণ তৈরি হবে বলেও জানিয়েছিলেন তিনি।

উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী বলেছিলেন, “যদি এই ধরনের মহিলা সমাজে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যা সমাধানের চেষ্টা করেন, তবে তাঁরা সমাজে কী বার্তা দেবেন? শিশুরাই বা কী শিখবে? এই শিক্ষাগুলি বাড়ি থেকেই শুরু হয়। কারণ আমরা যা করি, তাই শিশুরা অনুসরণ করে। যদি একজন শিশুকে বাড়িতে সঠিক সংস্কৃতির শিক্ষা দেওয়া হয়, তবে তাঁরা যতই আধুনিক হয়ে উঠুক না কেন, জীবনে কখনও ব্যর্থ হবেন না।” তারপর থেকেই রিপড জিনস মন্তব্যের জেরে বারবার সমালোচিত হতে হয়েছে তিরথকে।

আরও পড়ুন: রাতের অন্ধকারে সীমান্তে রমরমিয়ে চলছিল গরু পাচার, বিএফএফের গুলিতে খতম পাচারকারী

Next Article