সামনেই আসছে মকর সংক্রান্তি। তবে সংক্রান্তি আসার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পুণ্যস্নান শুরু হয়ে গিয়েছে। গঙ্গা, সাগর বা যেখানে যা নদী রয়েছে, পুণ্যলাভের আশায় সেখানে ডুব দেয় মানুষ। কিন্তু শীতের সময় নদীর ঠান্ডা জলে ডুব দেওয়া মুখের কথা নয়। যথেষ্ট কষ্টসাধ্য কাজ এটি। তাই অনেকের মনে ইচ্ছা থাকলেও তা করতে পারেন না। নদীর ধার থেকেই ফিরে আসেন তাঁরা। এই সমস্ত মানুষের জন্য নতুন উপায় বের করেছেন এক যুবক। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। যা ইতিমধ্যেই ভাইরাল। সেই উপায় দেখে বেশ খুশি নেটিজেনরা। পাশাপাশি এই কাজ রোজগারের নতুন উপায় বলে মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ।
পুর্ণ্যার্থীদের জন্য পুণ্যস্নানের ব্যবস্থা করা ওই যুবকের নাম আশুতোষ শুক্লা। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘাটের কাছে নদীর উপর রেলিংয়ে খালি গায়ে বসে রয়েছেন ওই যুবক। একটি হাফ প্যান্ট পরে রয়েছেন তিনি। সেখানে বসেই ঘাটে আসা লোকেদের উদ্দেশে আশুতোষ বলছেন, “ভাই-বোন আপনারা আসুন। ঠান্ডা আবহাওয়ায় আপনাদের হয়ে আমি জসলে ডুব দিচ্ছি।” অন্য হয়ে ঠান্ডা জলে ডুব দেওয়ার জন্য ওই যুবক নিচ্ছেন মাত্র ১০ টাকা। ১০ টাকাতেই পুণ্যস্নানের সুবিধা দিচ্ছেন তিনি। নদীতে বসে থাকা অবস্থায় আশুতোষকে আরও বলতে শোনা গিয়েছে, “আপনার নামে আমি ডুব দিলে আপনাদেরই পূণ্য হবে। আর আপনারা যে ১০ টাকা দেবেন তা আমি পাবো।”
नया रोज़गार ? pic.twitter.com/c3QpRb4BQh
— आशुतोष शुक्ल (@ashutoshvshukla) December 23, 2022
শুক্রবার থেকে এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। যা ইতিমধ্যেই দেখা হয়েছে লক্ষাধিক বার। তা দেখে নেটিজেনরা বলছেন, রোজগারের নতুন উপায়। পাশাপাশি বিষয়টি নিয়েও নেটিজেনরা নিজের মতামত জানিয়েছেন। তবে ইতিমধ্যেই দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা শীতের চাদরে ঢেকেছে। তাপমাত্রারও রেকর্ড পতন হয়েছে। সেই আবহে আশুতোষের অফার কাজে আসতে পারে পুণ্যস্নানে আগ্রহীদের।