নয়া দিল্লি: সংসদের প্রশ্নোত্তর পর্বে সাংসদরা বিভিন্ন বিষয়ে সরকারকে প্রশ্ন করতে পারেন। এর জন্য, তাঁদের আগে থেকে সংসদীয় ওয়েবসাইটে প্রশ্নগুলি আপলোড করতে হয়। এই প্রশ্নগুলি সংসদে করা এবং সেগুলির উত্তর না দেওয়া পর্যন্ত, এই প্রশ্নগুলির উত্তর ‘অত্যন্ত গোপনীয়’। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ওঠা ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ নিয়ে বিতর্কের মধ্যেই, ১০ নভেম্বর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে লোকসভা সচিবালয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে সোশ্যাল মিডিয়ায় লোকসভা সচিবালয়ের সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ করেছেন এই নিশিকান্ত দুবেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি বরাদ্দ সময়ে কোনও প্রশ্ন সংসদের অভ্যন্তরে জিজ্ঞাসা না করা হয় বা তার উত্তর না দেওয়া হয়, তাহলেও প্রশ্নোত্তর পর্ব শেষ না হওয়া পর্যন্ত, সেই প্রশ্নের উত্তরও প্রকাশ করা উচিত নয়।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়ে সংসদে সরকার বিরোধী প্রশ্ন করার অভিযোগ উঠেছে। যার জেরে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে লোকসভা থেকে বহিষ্কার করা হতে পারে তাঁকে। মহুয়া মৈত্র সংসদের ওয়েবসাইটে তাঁর অ্যাকাউন্টের লগ-ইন সংক্রান্ত তথ্য হিরানন্দানিকে দেওয়ার কথা স্বীকারও করেছেন। তবে তিনি দাবি করেছিলেন, সংসদীয় ওয়েবসাইটের লগইন সংক্রান্ত তথ্যগুলি ভাগ করে নেওয়ার বিষয়ে কোনও স্পষ্ট নিয়ম নেই। তিনি আরও দাবি করেছিলেন, সাংসদদের কাছে যখন তাঁদের প্রশ্নের উত্তরগুলি দেওয়া হয়, সেই সময় সকলেই সেই তথ্যগুলি জানতে পারে। তথ্যগুলি সর্বজনীন হয়ে যায়। লোকসভার সচিবালয়ের বিজ্ঞপ্তি কিন্তু তা বলছে না।
এই বিজ্ঞপ্তি অনুযায়ী, সংসদের প্রশ্নোত্তর পর্বের দুই ধরণের প্রশ্ন করতে পারেন সাংসদরা। কয়েকটি থাকে তারকাচিহ্নিত, সংসদে সেই প্রশ্নগুলির মৌখিক উত্তর দেওয়া হয়। আর কয়েকটি থাকে তারকা চিহ্ন ছাড়া। সেই প্রশ্নগুলির উত্তর সংশ্লিষ্ট সাংসদদের লিখিতভাবে দেওয়া হয়। সংসদের প্রশ্নোত্তর পর্বের দিন সকাল ৯টার মধ্যে সাংসদদের নিজ নিজ অ্যাকাউন্টে তারকাচিহ্নিত প্রশ্নগুলির উত্তর পোস্ট করা হয়। লোকসভার সচিবালয়ের মতে, যাতে সেই উত্তরের সাপেক্ষে সংশ্লিষ্ট সাংসদ পাল্টা প্রশ্ন করতে পারেন, সেই কারণেই আগে থেকে উত্তরগুলি জানিয়ে দেওয়া হয়। তারকা চিহ্নহীন প্রশ্নগুলির উত্তরও প্রশ্নকারী সাংসদের অ্যাকাউন্টে পোস্ট করা হয়। তবে, তা পোস্ট করা হয় প্রশ্নোত্তর পর্বের পরে।
লোকসভার সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই উত্তরগুলি যাতে শুধুমাত্র সাংসদরাই ব্যবহার করতে পারেন, তার জন্য এগুলি লগইন এবং পাসওয়ার্ড দিয়ে সংসদীয় পোর্টালে সুরক্ষিত রাখা হয়। তাই, সাংসদদের এই উত্তরগুলির গোপনীয়তা বজায় রাখার জন্য এবং প্রশ্নোত্তর পর্ব শেষ না হওয়া পর্যন্ত অন্যদের সঙ্গে সেগুলি ভাগ না করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। মৌখিক এবং লিখিত দুই ধরণের প্রশ্নের উত্তরই একটি নির্দিষ্ট দিনের প্রশ্নোত্তর পর্ব শেষ না হওয়া পর্যন্ত গোপনীয় বলে বিবেচনা করতে হবে।”
এদিন, লোকসভা সচিবালয়ের এই বিজ্ঞপ্তিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহুয়া মৈত্রকে কটাক্ষ করেছেন নিশিকান্ত দুবে। শিল্পপতি হিরানন্দানিকে মহুয়া মৈত্রর ব্যক্তদিগত সহকারি হিসেবে উল্লেখ করে নিশিকান্ত দুবে লিখেছেন, “হয়ত, অভিযুক্ত দুর্নীতিবাজ সাংসদকে হিরানন্দানির মতো ব্যক্তিগত সহকারী এটা পড়ে শোনাননি।”