নয়া দিল্লি: ফাইজ়ারের (Pfizer) সঙ্গে কেন্দ্রের টিকা আমদানি নিয়ে কথা চলছে জোর কদমে। এর মধ্যেই টিকা অনুমোদনের নিয়ম বদলাল কেন্দ্র। এর আগে কেন্দ্র জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত কোনও টিকাকে দেশে ফাস্ট ট্র্যাক অনুমোদন দেওয়া হবে, তবে তার আগে দেশে স্থানীয় একটি লোকাল ট্রায়াল করতে হবে সংশ্লিষ্ট ভ্যাকসিনের। কিন্তু করোনা সঙ্কটের এই পরিস্থিতিতে আপাতত সেই নিয়মে বদল আনল কেন্দ্র।
কেন্দ্র জানিয়েছে, আপাতত স্থানীয় ট্রায়াল না করলেও অনুমোদন পাবে টিকাগুলি। কেন্দ্র সব ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলিকে দেশে এসে ‘মেক ইন ইন্ডিয়ায়’ অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। কেন্দ্র স্পুটনিক ভিকে অনুমোদন দেওয়ার সময়ই জানিয়েছিল, বিদেশি ভ্যাকসিনগুলিকে অনুমোদন দেবে। বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানা গিয়েছে, ফাইজ়ার ছাড়াও মডার্না ও জনসনের সঙ্গে আলোচনা করেছে কেন্দ্র। দেশে বিপুল টিকার ঘাটতি মেটাতেই এই উদ্যোগ বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
এ বিষয়ে নীতি আয়োগের সদস্য় ভিকে পাল বলেন, “আমরা ফাইজ়ারের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের থেকে যা ইঙ্গিত পেয়েছি তাতে ভ্যাকসিন আগামী মাসেই চলে আসতে পারে। জুলাইয়েও হতে পারে।” উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে কার্যকরী করোনা প্রতিষেধক হল ফাইজ়ার। গত বছরের নভেম্বর মাসের ১৮ তারিখ সবার আগে তৃতীয় পর্বের ট্রায়াল সম্পূর্ণ করে তথ্য প্রকাশ করে ফাইজ়ার। ব্রিটেন ফাইজ়ারকে অনুমোদন দেয় ৩ ডিসেম্বর। তারপর ৯ ডিসেম্বর অনুমোদন দেয় কানাডা। ১১ ডিসেম্বর মার্কিন এফডিএর অনুমোদন পায় ফাইজ়ার। এরপরও সৌদি আরব, মেক্সিকো-সহ একাধিক দেশ অনুমোদন দিয়েছে ফাইজ়ারকে। ২১ ডিসেম্বর ফাইজ়ারকে অনুমোদন দেয় ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি। গত বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপদকালীন অনুমোদন দেয় ফাইজ়ারকে। ফাইজ়ার দাবি করেছিল তাদের করোনা প্রতিষেধক ৯৪ শতাংশেরও বেশি কার্যকরী। ফাইজ়ার বারবার দাবি করেছে ভারতে ছড়ানো ডবল মিউট্যান্ট স্ট্রেনের বিরুদ্ধেও সমান কার্যকরী এই প্রতিষেধক।
আরও পড়ুন: ‘এত কথা না বলে নিয়ম কানুন মেনে চলুন’, টুইটারকে সতর্ক বার্তা কেন্দ্রের