Pics: জল ঢেলে মন্দির চত্বর ধুলেন অমিত শাহ

Sukla Bhattacharjee |

Jan 20, 2024 | 2:11 PM

Amit Shah: মূলত, তিনদিনের মেঘালয় ও অসম সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে মহাভৈরব মন্দিরে যান। সেখানে প্রথমে তিনি পুজো দেন। তারপর ঝাড়ু, বালতি নিয়ে মন্দির চত্বরের সাফাই অভিযানে সামিল হন শাহ। বালতিতে করে জল নিয়ে মন্দির চত্বর ধুয়ে ঝাঁটা দিয়ে জল সাফ করেন তিনি।

Pics: জল ঢেলে মন্দির চত্বর ধুলেন অমিত শাহ
মহাভৈরব মন্দির পরিষ্কার করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Follow Us

তেজপুর: রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দেশজুড়ে স্বচ্ছতা অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে তিনি নিজেও মহারাষ্ট্রের নাসিকে শ্রী কালা রাম মন্দিরে গিয়ে ঝাড়ু নিয়ে স্বচ্ছতা অভিযানে সামিল হয়েছেন। এবার ঝাড়ু হাতে সাফাই কাজে হাত লাগালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। শুক্রবার তিনি অসমের তেজপুরে ঐতিহাসিক মহাভৈরব মন্দিরে গিয়ে স্বচ্ছতা অভিযানে সামিল হন।

মূলত, তিনদিনের মেঘালয় ও অসম সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে মহাভৈরব মন্দিরে যান। সেখানে প্রথমে তিনি পুজো দেন। তারপর ঝাড়ু, বালতি নিয়ে মন্দির চত্বরের সাফাই অভিযানে সামিল হন শাহ। বালতিতে করে জল নিয়ে মন্দির চত্বর ধুয়ে ঝাঁটা দিয়ে জল সাফ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাফাইকাজে সামিল হন হিমন্ত বিশ্বশর্মাও।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্দির চত্বর সাফাই করার খবর পেয়েই সেই দৃশ্যের সাক্ষী হতে মহাভৈরব মন্দিরে ভিড় বাড়তে শুরু করে। বেগতিক বুঝে বিশ্বশর্মার সঙ্গে মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে যান তিনি। সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কোনও কথা বলেননি অমিত শাহ। তকিনি সরাসরি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তেজপুর বিশ্ববিদ্যালয়ে যান।

প্রসঙ্গত, গত শনিবার ওড়িশার অঙ্গুল জেলায় অবস্থিত জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে সেই মন্দিরের সাফাই অভিযানে সামিল হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি মন্দিরের সিঁড়ি মোছেন। তাঁর সঙ্গে মন্দির চত্বর সাফ করার কাজে হাত লাগান অন্যান্যরাও।

Next Article