Government Holiday on Ram Temple Inaguration: বাংলায় নেই, এই রাজ্যগুলিতে রাম মন্দিরের উদ্বোধনের দিন সরকারি ছুটি

Sukla Bhattacharjee |

Jan 20, 2024 | 3:47 PM

Ayodhya Ram Temple: রাম মন্দির নিয়ে গোটা দেশে উন্মাদনা তুঙ্গে। সেদিন দেশ-বিদেশের কয়েক হাজার অতিথির উপস্থিতিতে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন। সেই অনুষ্ঠান টিভি চ্যানেল থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে। আর সেই অনুষ্ঠান দেখার জন্য কেন্দ্র ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফিসে হাফ ডে ছুটি ঘোষণা করেছে।

Government Holiday on Ram Temple Inaguration: বাংলায় নেই, এই রাজ্যগুলিতে রাম মন্দিরের উদ্বোধনের দিন সরকারি ছুটি
অযোধ্যার রাম মন্দিরটি লোহা ও সিমেন্ট দিয়ে নয়, স্টিল ও পাথরের গাঁথুনিতে নির্মিত।

Follow Us

নয়া দিল্লি: অযোধ্যার রাম মন্দির নিয়ে গোটা দেশে উন্মাদনা তুঙ্গে। নজর রয়েছে বিশ্বের অন্যান্য দেশেরও। সেদিন দেশ-বিদেশের কয়েক হাজার অতিথির উপস্থিতিতে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন। সেই অনুষ্ঠান টিভি চ্যানেল থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে। আর সেই অনুষ্ঠান দেখার জন্য কেন্দ্র ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফিসে হাফ ডে ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারও ২২ জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করেছে। কোনও রাজ্যে ফুল ডে আবার কোনও রাজ্যে হাফ ডে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই তালিকায় কোন কোন রাজ্য রয়েছে দেখে নেওয়া যাক একনজরে…

মূলত, বিজেপি শাসিত রাজ্যগুলিতেই সরকারি ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট সরকার। যেমন, উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে জাতীয় উৎসব তকমা দিয়ে গোটা রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছে। এমনকি সেদিন মাছ, মাংস ও মদ বিক্রিতেও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

উত্তর প্রদেশের পাশাপাশি গুজরাট, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র ও গোয়ায় আগামী ২২ জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। রাজস্থান সরকার সেদিন হাফ ডে ছুটি ঘোষণা করেছে। ত্রিপুরা, ছত্তীসগঢ়, অসম সরকারও সেদিন দুপুর আড়াইটে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে। আবার বিজেডি নেতৃত্বাধীন ওড়িশার সরকারও ২২ জানুয়ারি দুপুর আড়াইটে পর্যন্ত সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে।

বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও রাম মন্দির উদ্বোধনের দিন সরকারি ছুটি ঘোষণা করার দাবি উঠেছিল। যদিও সেই দাবি মঞ্জুর করেনি পশ্চিমবঙ্গ সরকার। বরং সেদিন সংহতি যাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা বিশেষ তাৎপর্যপূর্ণ।

Next Article