Amit Shah in Pravasi Gujarati Parv 2022: ২৪-র আগেই তৈরি হবে রাম মন্দির : অমিত শাহ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 15, 2022 | 2:45 PM

Amit Shah in Pravasi Gujarati Parv 2022: টিভি৯ নেটওয়ার্ক ও অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান আমেরিকানস ইন নর্থ আমেরিকার তরফে যৌথভাবে গুজরাটের আমেদাবাদে আয়োজন করা হয়েছে 'প্রবাসী গুজরাটি পরব'। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, ২০২৪-র নির্বাচনের আগেই রাম মন্দির তৈরি হয়ে যাবে।

Amit Shah in Pravasi Gujarati Parv 2022: ২৪-র আগেই তৈরি হবে রাম মন্দির : অমিত শাহ
নিজস্ব ছবি

Follow Us

আমেদাবাদ: টিভি৯ নেটওয়ার্ক ও অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান আমেরিকানস ইন নর্থ আমেরিকার (AIANA)-র তরফে যৌথভাবে গুজরাটের আমেদাবাদে আয়োজন করা হয়েছে ‘প্রবাসী গুজরাটি পরব’ (Pravasi Gujarati Parv)-র। ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর অবধি তিনদিন ধরে চলবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিজনেস কনক্লেভ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকাদের পারফরমেন্স দেখানো হবে। তিনদিনের এই অনুষ্ঠানের প্রথম দিনে উপস্থিত ছিলেন টিভি৯-র এমডি ও সিইও বরুণ দাস। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি হিমাচল প্রদেশ থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

টিভি৯-র তিনদিনের প্রবাসী গুজরাটি উৎসবে বক্তৃতা দেওয়ার সময় শুরুতেই শাহ জানান, তাঁর সশরীরে গুজরাটে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু হিমাচল প্রদেশে কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য তিনি এখানে উপস্থিত থাকতে পারেননি। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় গুজরাটিদের প্রশংসা শোনা যায় শাহের কণ্ঠে। তিনি এদিন বলেছেন, বাইরের দেশে বসবাসকারী গুজরাটিরা সেদেশের শান্তি ও উন্নতিতে অবদান রেখেছেন। এর পাশাপাশি তিনি রাজ্যে শাসক সরকারের প্রশংসা করে বলেছেন, গুজরাটের উন্নয়নের জন্য বিজেপি রাজ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছে।

এদিন অমিত শাহ আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটের উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।’ রাজ্যে বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসার পাশাপাশি তিনি এদিন বিরোধীদের কটাক্ষও করেছেন। শাহ বলেছেন, ‘রাম জন্মভূমিতে মন্দির তৈরি করতে চাওয়ার জন্য আমাদের বিরোধীরা আমাদের কটূক্তি করত। আমাদের ঠাট্টা করার জন্য তাঁরা স্লোগান দিতেন, “মন্দির ওহি বানায়েঙ্গে, পার তিথি নেহি বাতায়েঙ্গে”।’ তিনি এদিন আরও বলেছেন,’কিন্তু আমাদের নেতা নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন কীভাবে বড় কাজ করা হয়। তিনি মন্দির তৈরি করার মতো অসম্ভব কাজ তিনি শুধুমাত্র শান্তিপূর্ণভাবেই সম্পন্ন করেননি যাতে সমস্ত সাংবিধানিক নিয়ম হয় সেদিকেও নজর দিয়েছেন।’ তাঁর সংযোজন, ‘আপনারা দেখবেন ২০২৪ (সাধারণ নির্বাচন)-র আগেই গগনচুম্বী রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে।’

Next Article