আমেদাবাদ: টিভি৯ নেটওয়ার্ক ও অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান আমেরিকানস ইন নর্থ আমেরিকার (AIANA)-র তরফে যৌথভাবে গুজরাটের আমেদাবাদে আয়োজন করা হয়েছে ‘প্রবাসী গুজরাটি পরব’ (Pravasi Gujarati Parv)-র। গুজরাটের গর্ব ও ঐতিহ্য উদযাপনের জন্যই তিনদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারত সহ বিশ্বের ২০ টি দেশের বিশিষ্ট ব্যক্তিদের তিনদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। ২০ টি দেশের মোট ২,৫০০ জন গুজরাটি এই অনুষ্ঠানে অংশ নেবেন। শনিবার এই কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভি৯-র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বরুণ দাস (Barun Das)।
অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। গত কয়েক বছর ধরে দেশের হিতার্থে মোদীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি। বরুণ দাস এদিন বলেছেন, ‘স্বাধীনতার ৭৫ তম বর্ষে ভারত বিশ্বের দরবারে নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করেছে।’
টিভি৯-র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এদিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ে ভারতের নিরপেক্ষ অবস্থানেরও প্রশংসা করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন,’রাশিয়া-ইউক্রেন সংঘাতের সময় গোটা বিশ্ব কোনও পক্ষ নিতে বাধ্য হয়েছিল। সেই সময়ও নিজের অবস্থানে স্থির ছিল ভারত।’ টিভি৯-র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও -র পাশাপাশি এই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও নিজেদের বক্তব্য তুলে ধরেছেন পূজ্য ব্রহ্মবিহারী স্বামী, কমলেশ প্যাটেল দাজি। এদিন অমিত শাহ অনুষ্ঠানে বলেছেন, ‘নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাট উন্নয়নে পথে এগিয়ে যাচ্ছে।’