Amit Shah: বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর প্রথমবার কাশ্মীরে শাহী সফর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 06, 2021 | 8:37 AM

Jammu and Kashmir: কী ভাবে এগোচ্ছে কাশ্মীরের উন্নয়নমূলক কাজ, নিরাপত্তাই বা কতটা, এ সব খতিয়ে দেখবেন অমিত শাহ।

Amit Shah: বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর প্রথমবার কাশ্মীরে শাহী সফর
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) থেকে অনুচ্ছেদ ৩৭০ তুলে নেওয়ার পর প্রথমবার কাশ্মীর সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। সূত্রের খবর, তিন দিনের সফরে কাশ্মীরে যাচ্ছেন তিনি। ২০১৯ সালের অগাস্ট মাসে কাশ্মীরের থেকে অনুচ্ছেদ ৩৭০ (Article 370)  তুলে নেয় কেন্দ্র। এর ফলে কাশ্মীর বিশেষ মর্যাদা (Special Status) হারায়। তারপরে কাশ্মীর নিয়ে অনেক রাজনৈতিক চাপান-উতোর হয়েছে। মাস কয়েক আগে কাশ্মীরের নেতা মন্ত্রীদের সঙ্গে দেখাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর এবার কাশ্মীর সফরে যাচ্ছেন অমিত শাহ।

চলতি মাসেই কাশ্মীর যাচ্ছেন তিনি।  ২৩ থেকে ২৫ অক্টোবর কাশ্মীরে থাকবেন অমিত শাহ। কেন্দ্রের উদ্যোগে উন্নয়নমূলক কাজকর্ম কেমন চলছে উপত্যকায়, তা খতিয়ে দেখতেই যাচ্ছেন তিনি। পাশাপাশি, কাশ্মীরের নিরাপত্তাও খতিয়ে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৯-এর জুন মাসে শেষ বার কাশ্মীরে গিয়েছিলেন অমিত শাহ। আর তার ঠিক কয়েক মাস পরেই কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়। ওই বছরের অক্টোবর থেকেই কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত হয় কাশ্মীর। কাশ্মীরে দীর্ঘদিন ধরে চলা সন্ত্রাস বন্ধ করতে ও কেন্দ্রের তত্ত্বাবধানে উন্নয়নমূলক কাজ কর্ম চালাতেই এই উদ্যোগ নিয়েছিল মোদী সরকার।

২০১৯ সালের ৫ অগাস্ট কাশ্মীর নিয়ে সেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ওইদিন উপত্যকা থেকে ৩৭০ ধারা বাতিল করে সেটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দীর্ঘ দিন কার্ফু জারি ছিল কাশ্মীরে, বিস্তীর্ণ অঞ্চলে বন্ধ ছিল ইন্টারনেট।

গত ৪-৫ সপ্তাহ ধরে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী কাশ্মীর সফরে গিয়েছেন। কখনও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কখনও পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডি, প্রতিমন্ত্রী জন বারলাও গিয়েছেন কাশ্মীরে। কেন্দ্রের তরফে জনসংযোগের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাড়াতেই মন্ত্রীদের এই কাশ্মীর সফর। জানা গিয়েছে, অমিত শাহ তাঁর সফরে শুধুমাত্র শ্রীনগরেই নয়, কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলেও যাবেন।

জম্মু ও কাশ্মীরের প্রকল্পগুলি কোন অবস্থায় আছে, গত জুন মাাসেই তা জানতেই, এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বসেছিল সেই বৈঠক। উপত্যকার উন্নয়ন নিয়ে আলোচনা হয় সেখানে। এই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, আইবি ডিরেক্টর অরবিন্দ কুমার, ‘র’ প্রধান সামন্ত কুমার গোয়েল, সিআরপিএফ ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং ও জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং।

গত সেপ্টেম্বরেও আরও একটি বৈঠক করেন অমিত শাহ। তালিবান কাবুলের দখল নেওয়ার পর উপত্যকার পরিস্থিতি নিয়ে বৈঠকে করেন তিনি। বিশেষ করে আফগানিস্তানের পরিস্থিতি বদল হওয়ার পর থেকেই কাশ্মীরে কট্টরপন্থা বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে সেনাপ্রধান এম এম নারভানে, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, অজিত ডোভাল এবং ‘র’-এর সচিবও ছিলেন সেই বৈঠকে।

আরও পড়ুন: Covaxin: আর বেশিদিন অপেক্ষা নয়, আগামী সপ্তাহেই হবে কোভ্যাক্সিনের ভাগ্য নির্ধারণ, জানাল হু

Next Article