Instagram Viral Dance Video: রেল স্টেশনে উদ্দাম নাচানাচির ভিডিয়ো বানাচ্ছেন? বং-গার্লরা এবার সাবধান!

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 19, 2023 | 8:45 AM

Instagram Viral Dance: সম্প্রতি পশ্চিমবঙ্গেও কলকাতা ও আশপাশের এলাকায় একাধিক রেল স্টেশনে এমন কাণ্ড দেখা গিয়েছে। ফলোয়ার্সদের মনোরঞ্জনের জন্য কখনও ভিড় ট্রেনে, কখনও আবার রেল স্টেশনে নাচানাচি করেছেন অনেক বঙ্গ তনয়া। তা নিয়ে তুমুল সমালোচনাও হয়েছে নেট দুনিয়ায়।

Instagram Viral Dance Video: রেল স্টেশনে উদ্দাম নাচানাচির ভিডিয়ো বানাচ্ছেন? বং-গার্লরা এবার সাবধান!
বঙ্গ তনয়াদের ভাইরাল ভিডিয়োর স্ক্রিনশট
Image Credit source: Instagram

Follow Us

মুম্বই: ট্রেন্ডে গা ভাসিয়ে ইনস্টাগ্রামে রিল শেয়ার করছেন? ট্রেনের মধ্যে, রেল স্টেশনে, মেট্রোয়, কিংবা রাস্তাঘাটে ক্যামেরা চালু করে নাচানাচি করছেন? সাবধান হোন এখনই। নাহলে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মতো হাল হতে পারে আপনারও। ফলোয়ার কামাতে গিয়ে আজকাল অনেকেই ট্রেনে কিংবা রেল স্টেশনে ক্যামেরার সামনে নাচতে দেখা গিয়েছে। সেই ছবি ভাইরালও হয়েছে। কিন্তু এসবের জন্য অন্যান্য সহযাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয়। এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারও অন্যের সমস্যার তোয়াক্কা না করেই রেল স্টেশনে নাচের রিল শ্যুট করেছিলেন। ব্যস, তাতেই এবার মহা-ফ্যাসাদে পড়ে গিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে মুম্বই স্টেশনে। সীমা কানোজিয়া নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার স্টেশনের মধ্যে নাচতে নাচতে রিলস বানাচ্ছিলেন। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে কী হাল হল তাঁর জানেন? ভরা ইনস্টাগ্রামে এবার ক্ষমা চেয়ে ভিডিয়ো ছাড়তে হয়েছে তাঁকে। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, সীমার দু’পাশে দাঁড়িয়ে রয়েছেন দুই মহিলা পুলিশকর্মী। সেখানে ওই তরুণী রেল স্টেশনে নাচানাচি করার জন্য ক্ষমা চাইছেন সকলের কাছে। সঙ্গে এটাও স্বীকার করছেন, তিনি ভুল করেছেন এবং যে কাণ্ড করেছেন সেটি বেআইনি। নিজের ফলোয়ারদের কাছে ক্ষমা চেয়ে বাকি ইউটিউবার ও অন্য়ান্য কনটেন্ট ক্রিয়েটরদের এই ধরনের কাজ করতে বারণ করছেন।

 

প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিমবঙ্গেও কলকাতা ও আশপাশের এলাকায় একাধিক রেল স্টেশনে এমন কাণ্ড দেখা গিয়েছে। ফলোয়ার্সদের মনোরঞ্জনের জন্য কখনও ভিড় ট্রেনে, কখনও আবার রেল স্টেশনে নাচানাচি করেছেন অনেক বঙ্গ তনয়া। তা নিয়ে তুমুল সমালোচনাও হয়েছে নেট দুনিয়ায়। মুম্বইয়ের এই ইনফ্লুয়েন্সারের সঙ্গে যা হল, তা থেকে কি সেই বং-গার্লরাও শিক্ষা নেবেন?

Next Article