Tirupati Temple: প্রসাদী লাড্ডুতে ঘিয়ের বদলে পশুর চর্বি? তিরুপতি মন্দির নিয়ে মারাত্মক অভিযোগ মুখ্যমন্ত্রীর

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 19, 2024 | 12:11 PM

Chandrababu Naidu: অন্ধ্র প্রদেশের আইটি মন্ত্রী নারা লোকেশ বলেন, "তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দির আমাদের কাছে সবথেকে পবিত্র মন্দির। আমি শুনে অবাক যে জগন্মোহন রেড্ডির প্রশাসন তিরুপতি প্রসাদে ঘিয়ের বদলে ফ্যাট ব্যবহার করা হত।"

Tirupati Temple: প্রসাদী লাড্ডুতে ঘিয়ের বদলে পশুর চর্বি? তিরুপতি মন্দির নিয়ে মারাত্মক অভিযোগ মুখ্যমন্ত্রীর
তিরুপতি মন্দিরে প্রসাদ নিয়ে বিতর্ক।
Image Credit source: Getty Image

Follow Us

অমরাবতী: নতুন বিতর্ক অন্ধ্র প্রদেশে। তিরুপতি মন্দিরের প্রসাদ নিয়ে শুরু টানাপোড়েন।  অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দাবি করলেন যে তিরুপতি মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি ও নিম্নমানের পণ্য ব্যবহার করা হত। পূর্ববর্তী ওয়াইএস কংগ্রেসকেই দোষারোপ করেছেন চন্দ্রবাবু। যদিও ওয়াইএসআর কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

অন্ধ্র প্রদেশের রাজধানী অমরাবতীতে একটি দলীয় বৈঠকেই মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দাবি করেন যে তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে প্রসাদী লাড্ডুতে পশু চর্বি বা ফ্যাট ব্যবহার করা হত। তিনি বলেন, “তিরুমালার লাড্ডুতেও নিম্নমানের সামগ্রী ব্যবহার হত.. ঘিয়ের বদলে চর্বি ব্যবহার করত। আমরা ক্ষমতায় আসার পর আবার বিশুদ্ধ ঘি দিয়েই লাড্ডু তৈরি করা হচ্ছে। মন্দির নিয়মিত স্যানিটাইজ করা হয় এখন।”

মুখ্যমন্ত্রীর এই দাবির পরই অন্যান্য মন্ত্রীরাও সরব হন। অন্ধ্র প্রদেশের আইটি মন্ত্রী নারা লোকেশ বলেন, “তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দির আমাদের কাছে সবথেকে পবিত্র মন্দির। আমি শুনে অবাক যে জগন্মোহন রেড্ডির প্রশাসন তিরুপতি প্রসাদে ঘিয়ের বদলে চর্বি ব্যবহার করত।”

এই খবরটিও পড়ুন

যদিও ওয়াইএসআর কংগ্রেসের তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য যেকোনও সীমায় নামতে পারে টিডিপি।  রাজ্যসভার সাংসদ সুব্বা রেড্ডি দাবি করেন যে তিরুমালা মন্দিরের পবিত্রতা নষ্ট করছে টিডিপি সরকার। ভক্তদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে।

Next Article