Andhra Pradesh Stampede: পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৮, চন্দ্রবাবুর রোড শোয়ে বিশৃঙ্খলায় আহত আরও অনেকে

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 28, 2022 | 11:34 PM

Stampede at Chandrababu Naidu road show: বুধবার (২৮ ডিসেম্বর) অন্ধ্র প্রদেশের নেলোর জেলার কান্দুকুরে তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর রোড শোকে চলাকালীন পদদলিত হয়ে অন্তত সাত জনেরও বেশি মানুষের মৃত্যুর হয়েছে।

Andhra Pradesh Stampede: পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৮, চন্দ্রবাবুর রোড শোয়ে বিশৃঙ্খলায় আহত আরও অনেকে
চন্দ্রবাবু নাইডুর এক রোড শোকে কেন্দ্র করে ধুন্ধুমার

Follow Us

হায়দরবাদ: অন্ধ্র প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। তেলুগু দেশম পার্টির (Telugu Desham Party) প্রধান চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) এক রোড শোকে কেন্দ্র করে বুধবার (২৮ ডিসেম্বর) জনতার ঢল নেমেছিল নেলোর জেলার কান্দুকুরে। সেই ভিড়ের চাপেই ঘটে গেল চরম অঘটন। পদপিষ্ট (Andhra Pradesh stampede case) হয়ে অন্তত আট জনের মৃত্যুর খবর এসেছে। গুরুতর আহত আরও বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে অন্তত একজন মহিলা আছেন। অন্ধ্রের বিরোধী দলনেতা এন চন্দ্রবাবু নাইডু ওই এলাকা দিয়ে একটি রোডশো করছিলেন। মাঝপথে একটি ড্রেনেজ খালের পাশে, তিনি তাঁর কনভয় থামিয়ে ভাষণ দিতে শুরু করেছিলেন। সেই সময়ই এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, সভাস্থলে বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছিলেন। সভা চলাকালীন টিডিপি সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। এর ফলে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। আরও তদন্তের পর, ঘটনা সম্পর্কে একটা স্পষ্ট চিত্র উঠে আসবে বলে জানিয়েছে তারা।

এই মর্মান্তিক ঘটনার পর অবিলম্বে সভা বাতিল করেন চন্দ্রবাবু নাইডু। তাঁকে দেখা গিয়েছে হতাহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিতে। মৃতদের আত্মীয়দের জন্য তিনি ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতরা যাতে উন্নত মানের চিকিৎসা সুবিধা পায়, তা নিশ্চিত করতে দলীয় নেতাদের আহ্বান জানিয়েছেন তিনি। টিডিপি দলের পক্ষ থেকে বলা হয়েছে, দল আহত কর্মীদের পাশে দাঁড়িয়েছে। হতাহতদের সন্তানদের এনটিআর ট্রাস্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

টিডিপি জাতীয় সাধারণ সম্পাদক নারা লোকেশ বলেছেন, “আমাদের পরিবারের সদস্য এই টিডিপি কর্মীদের মৃত্যু দলের জন্য বড় ক্ষতি। তাদের পরিবারের প্রতি আমি আমার গভীর সমবেদনা ব্যক্ত করছি। আহতদের উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।” অন্যদিকে বিজেপি নেতা বিষ্ণু বর্ধন রেড্ডি আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য ওয়াইএসআর কংগ্রেস সরকারকে অনুরোধ করেছেন। তিনি বলেছেন, “আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং নিহতের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি।”

Next Article