Rail Passengers: ৩ কোটি রেল যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নাম, মোবাইল নম্বর পৌঁছে যাচ্ছে ‘ডার্ক ওয়েবে’?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 29, 2022 | 12:20 AM

Rail Passengers: চলতি অর্থবর্ষে ৪ কোটির বেশি মানুষ অনলাইনে টিকিট বুক করেছেন, প্রায় ৩৮০০ কোটি টাকার টিকিট কাটা হয়েছে আইআরসিটিসি-র মাধ্যমে।

Rail Passengers: ৩ কোটি রেল যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নাম, মোবাইল নম্বর পৌঁছে যাচ্ছে ডার্ক ওয়েবে?
রেলযাত্রীদের তথ্য ফাঁস

Follow Us

নয়া দিল্লি: রেলে এখন অনলাইনে টিকিট কাটতেই অভ্যস্ত বেশিরভাগ যাত্রী। আইআরসিটিসি-র (IRCTC) ওয়েবসাইট ব্যবহার করে টিকিট বুক করেন লক্ষ লক্ষ মানুষ। আর সেই যাত্রীদের তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল আরও একবার। সূত্রের খবর, রেল যাত্রীদের তথ্য চলে গিয়েছে হ্যাকারদের হাতে। একজন-দুজনের নয়, ৩ কোটি যাত্রীর ব্য়ক্তিগত তথ্য সাইবার অপরাধের জেরে ডার্ক ওয়েবে পৌঁছে গিয়েছে বলে সূত্রের খবর। ‘টাইমস নাউ’-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, সেই তথ্যের মধ্যে রয়েছে যাত্রীদের ইমেল আইডি, মোবাইল নম্বর, নাম, শহরের নাম, তাঁরা কোন ভাষায় কথা বলেন, এমনই একাধিক তথ্য।

চলতি অর্থবর্ষে ৪ কোটির বেশি মানুষ অনলাইনে টিকিট বুক করেছেন, প্রায় ৩৮০০ কোটি টাকার টিকিট কাটা হয়েছে আইআরসিটিসি-র মাধ্যমে। সুতরাং বহু মানুষের তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

হ্যাকার উদাহরণস্বরূপ যে সব তথ্য পাঠিয়েছে, তা থেকেই স্পষ্ট নাম, মোবাইল নম্বর সবই রয়েছে তার হাতে। আর সে সব তথ্য বিক্রি করছে সে। হ্যাকারের দাবি, যাঁদের তথ্য ফাঁস হয়ে গিয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন সরকারি অফিসার সহ গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তিত্ব। সাইবার বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন।

তবে রেলে এমন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে হ্যাক হয়ে গিয়েছিল প্রায় ৯০ লক্ষ যাত্রীর তথ্য। পরে ২০২০ সালে সেই সব তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় বিষয়টা সামনে আসে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই দিল্লির এইমস হাসপাতালে সার্ভার হ্যাক হয়ে গিয়েছিল। সাইবার হানায় হাসপাতালের পরিষেবা ব্যহত হয়। পরে সেই সার্ভার পুনরুদ্ধার করা হয়।  হাসপাতালের হাজার হাজার রোগীর তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও পরে জানা যায়, তেমন কোনও তথ্য হাতাতে পারেনি হ্য়াকাররা।

Next Article