Andhra Pradesh: ‘৬ কোটি মানুষের ভাবাবেগে আঘাত’, মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়ায় কুকুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 13, 2023 | 9:19 PM

Andhra Pradesh viral video: মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়ে ফেলার জন্য অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারায় কুকুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের!।

Andhra Pradesh: ৬ কোটি মানুষের ভাবাবেগে আঘাত, মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়ায় কুকুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
পোস্টার ছিঁড়ে বিপাকে কুকুর

Follow Us

বিজয়ওয়াড়া: মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়ে ফেলার জন্য কুকুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের! উদ্ভট ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারায়। সূত্রের খবর, একটি বাড়ির দেওয়ালে মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির ছবি দেওয়া একটি পোস্টার লাগানো ছিল। কুকুরটি সেই পোস্টার ছিঁড়ে ফেলে। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিয়োর ভিত্তিতেই কয়েকজন মহিলা বিজয়ওয়াড়া পুলিশের কাছে ওই কুকুরটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মূল অভিযোগকারীর নাম দাসারি উদয়শ্রী। তিনি এবং তাঁর সহযোগী মহিলারা সকলেই অন্ধ্রের বিরোধী দল তেলেগু দেশম পার্টি বা টিডিপি-র কর্মী বলে পরিচিত। তাঁরা ব্যঙ্গার্থেই এই ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে অপমান করার জন্য ওই কুকুরটি এবং তার পিছনে থাকা মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, দাসারি উদয়শ্রী বলেছেন, জগনমোহন রেড্ডিকে তাঁরা অত্যন্ত শ্রদ্ধা করেন। তাঁর দল বিধানসভায় ১৫১টি আসন জিতেছে। এমন একজন নেতাকে অপমান করে কুকুরটি রাজ্যের ছয় কোটি মানুষের ভাবাবেগে আঘাত দিয়েছে। তিনি বলেন, “আমরা পুলিশকে অনুরোধ করেছি ওই কুকুর এবং কুকুরটির পিছনে থাকা ব্যক্তিরা, যারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে অপমান করেছে, তাদের গ্রেফতার করা উচিত।” টিডিপি সমর্থকরা ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি আপলোড করেছেন। ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি বর্তমানে অন্ধ্র প্রদেশ রাজ্যব্যাপী একটি সমীক্ষা চালাচ্ছে। পোস্টারটি সেই সমীক্ষারই অংশ। পোস্টারে জগনমোহন রেড্ডির ছবি ছাড়াও লেখা ছিল একটি স্লোগান, ‘জগন্নান্না মা ভবিষ্যথু’, অর্থাৎ, জগন আন্না আমাদের ভবিষ্যত।


ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি বাড়ির পাঁচিলে পোস্টারটি লাগানো আছে। একটি পথ কুকুর মুখ দিয়ে ওই পোস্টারটি ছেঁড়ার চেষ্টা করছে। ১৪ সেকেন্ডের ভিডিয়োর শেষ পর্বে দেখা যাচ্ছে, পোস্টারটি দেওয়াল থেকে খুলে যেতেই সেটি মুখে করে পালাচ্ছে কুকুরটি।

Next Article