Karnataka Muslim Quota: কর্ণাটকে মুসলিমদের সংরক্ষণ বাতিল ভুল অনুমানের ভিত্তিতে: সুপ্রিম কোর্ট

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 13, 2023 | 8:51 PM

Karnataka Muslim Quota: সুপ্রিম কোর্টে শুরু হল কর্ণাটক সরকারের মুসলমানদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ বাতিল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা আবেদনের শুনানি। রাজ্য সরকারকে একটি নোটিস পাঠাল আদালত।

Karnataka Muslim Quota: কর্ণাটকে মুসলিমদের সংরক্ষণ বাতিল ভুল অনুমানের ভিত্তিতে: সুপ্রিম কোর্ট
রাজ্য সরকারকে নোটিস পাঠাল শীর্ষ আদালত

Follow Us

নয়া দিল্লি/বেঙ্গালুরু: সম্প্রতি, ওবিসি মুসলিমদের ৪ শতাংশ কোটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল কর্নাটক রাজ্য সরকার। বৃহস্পতিবার, কর্ণাটক সরকারের এই সিদ্ধান্ত, “সম্পূর্ণ ভুল ধারণার” ভিত্তিতে নেওয়া বলে জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি কে এম জোসেফ এবং বিভি নাগারত্নের বেঞ্চ এই বিষয়ে কর্ণাটক সরকারকে একটি নোটিসও পাঠিয়েছে। আদালত আরও বলেছে, এই সিদ্ধান্ত প্রাথমিকভাবে “অত্যন্ত নড়বড়ে এবং ত্রুটিপূর্ণ যুক্তির” ভিত্তিতে নেওয়া বলে মনে হচ্ছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৮ এপ্রিল। সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, তার আগে কর্ণাটক সরকার বিচারাধীন সিদ্ধান্তটির ভিত্তিতে কোনও ভর্তি বা নিয়োগ করবে না।

কর্ণাটক স্টেট কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস-এর একটি অন্তর্বর্তী প্রতিবেদনের ভিত্তিতে কর্নাটক সরকার এই কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। সুপ্রিম কোর্ট এদিন বলেছে, মুসলমানদের সংরক্ষণ প্রত্যাহার করার আগে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে পারত সরকার। বিচারপতি জোসেফকে বলেন, “তারা (মুসলিমরা) দীর্ঘ সময় ধরে এই সুবিধা ভোগ করছে। জমা দেওয়া নথির ভিত্তিতে, মুসলমানরা এখনও পিছিয়ে আছে। হঠাৎ করে এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। এটি ভর্তির সময়। জুন মাস বা তার আগেই স্কুলগুলি খুলে যাবে। তারা এই রিপোর্টের ভিত্তিতে কাজ করবে কিনা, তা আমাদের অবশ্যই জানতে হবে।”

মুসলিম সম্প্রদায়ের পক্ষে আদালতে হাজির হয়েছিলেন বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল এবং দুষ্মন্ত দেব। তাঁরা আদালতে জানান, রাজনৈতিক কারণে সংরক্ষণ করা যাবে না। দুষ্মন্ত দেব বলেন, অভিজ্ঞতা এবং নথির ভিত্তিতে জানা গিয়েছে, কর্ণাটকে মুসলমানরা অনগ্রসর সম্প্রদায় এবং সংরক্ষণ তাদের অধিকার। সলিসিটর জেনারেল তুষার মেহতা পাল্টা যুক্তি দেন, শুধুমাত্র ধর্মের ভিত্তিতেই সংরক্ষণ দেওয়া হয়েছিল মুসলমানদের। তাদের সংরক্ষণের অধিকারের সমর্থনে অভিজ্ঞতার ভিত্তিতে কোনও তথ্য নেই। ভোক্কালিগা এবং লিঙ্গায়ত সম্প্রদায়ের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী মুকুল রোহাতগি। তিনি আবেদন করেন, এই দুই সম্প্রদায়ের বক্তব্য শোনার আগে যাতে কোনও রায় দান না করা হয়।

সম্প্রতি, ভোটমুখী কর্নাটকে অন্যান্য অনগ্রসর শ্রেণির মুসলমানদের জন্য চার শতাংশ সংরক্ষণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই-এর সরকার। পরিবর্তে, সরকার চাকরি এবং শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের জন্য দুটি নতুন বিভাগ ঘোষণা করা হয়েছে। চার শতাংশ ওবিসি মুসলিমদের কোটা ভোক্কালিগা এবং লিঙ্গায়ত সম্প্রদায়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সংরক্ষণের যোগ্য মুসলিমদের অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগে ঠেলে দেওয়া হয়েছে।

Next Article