Donkey Farm: গাধার দুধ বিক্রি করে রাতারাতি লাখ লাখ টাকার মালিক শ্রীনিবাস

Dec 26, 2023 | 1:47 PM

Donkey Farm: মেঙ্গালুরুর বাসিন্দা শ্রীনিবাস গৌড়া নামের এই ব্যক্তির সাফল্যের গল্প যে কাউকে অনুপ্রাণিত করবে। ২০২২ সালের জুন মাসে শ্রীনিবাস নিজের ভাল চাকরি ছেড়ে দেন। এরপর তিনি গাধার খামার শুরু করেন। এই খামারের সাফল্য এতটাই ছিল যে চাকরি ছাড়ার মাত্র পাঁচদিনের মাথায় ওই ব্যক্তি ১৭ লক্ষ টাকার অর্ডার পেয়েছিলেন।

Donkey Farm: গাধার দুধ বিক্রি করে রাতারাতি লাখ লাখ টাকার মালিক শ্রীনিবাস
গাধার দুধ বেচে লাখপতি
Image Credit source: Facebook

Follow Us

মেঙ্গালুরু: ‘গাধার পালে’ পড়লে গাধা হবেন এমন কোনও কথা নেই। লাখপতিও হতে পারেন। ঠিক যেমন করে লাখপতি হয়েছিলেন মেঙ্গালুরুর এই ব্যক্তি। আর পাঁচটা মানুষের মতো তিনি তথাকথিত ব্যবসা শুরু করেননি। একটু চিন্তা করেছেন। বুদ্ধি খাটিয়েছেন আর তারপরই গাধার দুধ বিক্রি করা শুরু করেছিলেন। কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে বসবাস করেন শ্রীনিবাস। তিনি গাধা পুষে লাখপতি হলেন রাতারাতি।

মেঙ্গালুরুর বাসিন্দা শ্রীনিবাস গৌড়া নামের এই ব্যক্তির সাফল্যের গল্প যে কাউকে অনুপ্রাণিত করবে। ২০২২ সালের জুন মাসে শ্রীনিবাস নিজের ভাল চাকরি ছেড়ে দেন। এরপর তিনি গাধার খামার শুরু করেন। এই খামারের সাফল্য এতটাই ছিল যে চাকরি ছাড়ার মাত্র পাঁচদিনের মাথায় ওই ব্যক্তি ১৭ লক্ষ টাকার অর্ডার পেয়েছিলেন। অর্থাৎ ওই ব্যক্তি বলাই যায় গুপ্তধন পেয়েছিলেন গাধার দুধ বেচে।

এই খামারের জন্য বর্তমানে শ্রীনিবাস একজন নামকরা ব্যবসায়ী হয়ে গিয়েছেন। তবে শুরুটা এতটাও মসৃণ ছিল না। নিজের এই ‘প্ল্যানিং’-এর কথা যখন শ্রীনিবাস সবাইকে জানিয়েছিলেন সেই সময় পরিবারের সকলে আত্মীয় স্বজন তাঁকে নিয়ে ঠাট্টা-তামাশা করতেন। কারণ দেশের প্রথম গাধার খামার খুলেছিলেন তিনি। মাত্র কুড়িটি গাধাকে নিয়ে ব্যবসা শুরু করেন। আর পাঁচদিনের মধ্যেই ১৭ লক্ষ টাকার অর্ডার পান তিনি।

বস্তুত, গাধার দুধ বিশ্বের অন্যতম দামী পণ্য। যা বহুল মাত্রায় বিক্রয় হয়ে থাকে। অনেক দেশে এর দাম প্রতি লিটারে দশ হাজার টাকা পর্যন্ত। ভারতে এই দুধের চাহিদা কম হলেও দাম অনেক বেশি। এর দুধ থেকে তৈরি পনিরও খুব দামি বিক্রি হয়। শুধু তাই নয়, গাধার দুধে রয়েছে অনেক পুষ্টিকর উপাদানও। এছাড়াও, এটি সৌন্দর্য শিল্পেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই কারণেই শ্রীনিবাসের এই পদক্ষেপ কার্যত গুপ্তধনের চাবি খুঁজে পাওয়ার মতো হয়েছিল।

Next Article