Crime code bill: ব্রিটিশ আমলের IPC আইনের অবসান ঘটতে চলেছে, দণ্ড সংহিতা বিলে অনুমোদন রাষ্ট্রপতির

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 26, 2023 | 8:00 AM

Crime code bill: আইপিসি-র জায়গায় আসা দণ্ড সংহিতা আইনের ৩টি অংশ হল, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য আইন। এই তিনটি বিল এবারের শীতকালীন অধিবেশনেই পাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে লোকসভায় ও পরে রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হয় দণ্ড সংহিতা বিল।

Crime code bill: ব্রিটিশ আমলের IPC আইনের অবসান ঘটতে চলেছে, দণ্ড সংহিতা বিলে অনুমোদন রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: এবারের শীতকালীন অধিবেশনেই সংসদে পাশ হয়েছিল দণ্ড সংহিতা বিল। এবার অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার, বড়দিনেই দণ্ড সংহিতা ৩টি বিলে রাষ্ট্রপতি সিলমোহর দেন। রাষ্ট্রপতির সিলমোহরের সঙ্গে-সঙ্গেই বিল তিনটি আইনে পরিণত হয়েছে। ফলে এবার ঔপনিবেশিক আমলের ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি সরিয়ে আসতে চলেছে এই নয়া আইন।

আইপিসি-র জায়গায় আসা দণ্ড সংহিতা আইনের ৩টি অংশ হল, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য আইন। এই তিনটি বিল এবারের শীতকালীন অধিবেশনেই পাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভায় যখন বিলটি পাশ হয় তখন কার্যত বিরোধীশূন্য ছিল সংসদ। সেই সময়ই স্মোককাণ্ডে বিক্ষোভের জেরে শতাধিক সাংসদকে বরখাস্ত করা হয়েছিল। তার মধ্যেই প্রথমে লোকসভায় ও পরে রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হয় দণ্ড সংহিতা বিল।

প্রসঙ্গত, সংসদে দণ্ড সংহিতা বিল রাজ্যসভায় পেশের সময়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার তারিখ পে তারিখ যুগের অবসান হতে চলেছে এবং তিন বছরের মধ্যেই বিচার মিলবে। এই বিল পেশ করে তিনি গর্বিত অনুভব করছেন বলেও জানান শাহ। স্বাভাবিকভাবে অপরাধ দমনের ক্ষেত্রে দণ্ড সংহিতা আইন আরও কড়া হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Next Article