নজরে অশান্ত আফগানিস্তান, মঙ্গলেই ভারত সফরে মার্কিন বিদেশমন্ত্রী, বৈঠক হবে মোদীর সঙ্গে

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 23, 2021 | 9:55 PM

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং তালিবানি প্রভাব বৃদ্ধির মধ্যেই মার্কিন বিদেশমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে

নজরে অশান্ত আফগানিস্তান, মঙ্গলেই ভারত সফরে মার্কিন বিদেশমন্ত্রী, বৈঠক হবে মোদীর সঙ্গে
ছবি-PTI

Follow Us

নয়া দিল্লি: ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা স্তিমিত হতেই পুনরায় কূটনৈতিক সক্রিয়তা বৃদ্ধি পেতে চলেছে। সূত্রের খবর, চলতি মাসেই ভারত সফরে আসতে চলেছেন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। আগামী মঙ্গলবার, অর্থাৎ ২৭ জুলাই তিনি ভারতে আসবেন। ২৮ তারিখও থাকবেন। দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং তালিবানি প্রভাব বৃদ্ধির মধ্যেই মার্কিন বিদেশমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার পর এই প্রথম তাঁর মন্ত্রিসভার কোনও সদস্য ভারত সফরে আসছেন। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তিনি একদফা দ্বিপাক্ষিক বৈঠক ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে করবেন বলে খবর। এই সফর নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “ব্লিনকেনের এই সফর দুই দেশের উচ্চস্তরীয় দ্বিপাক্ষিক বার্তা সচল রাখার এবং ভারত-আমেরিকার বাণিজ্যিক রণনীতিকে আরও পোক্ত করার এক সুবর্ণ সুযোগ।” তবে সূত্র বলছে, প্রধানত আফগানিস্তানের ইস্যুই দু’দেশের আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে উঠতে পারে। এমনটাও হতে পারে, যে আফগানিস্তানে কিছু পরিমাণ সেনা রেখে দেওয়ার আবেদন আমেরিকার কাছে জানালো নয়া দিল্লি। যদিও পুরো বিষয়টিই বর্তমানে জল্পনার স্তরে রয়েছে।

কী কী বিষয়ে দুই দেশের মধ্য আলোচনা হবে সেটাই আগাম জানানো হয়েছে হোয়াইট হাউসের বার্তায়। “দুই দেশের মধ্যে মূলত কোভিড মহামারী থেকে ঘুরে দাঁড়ানো নিয়ে, প্রশান্ত মহাসাগরীয় এলাকার পরিস্থিতি নিয়ে ও আফগানিস্তানের মতো বিষয়ে আলোচনা হবে”, জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্রের খবর, দু’দিনের ভারত সফর শেষ করে ২৯ জুলাই ফিরবেন মার্কিন বিদেশমন্ত্রী। তবে তার আগে কুয়েত শহরে থামবেন তিনি। এমনটাই জানিয়েছেন আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস। আরও পড়ুন: রেলমন্ত্রীকে ‘বিশেষ আবেদন’ শুভেন্দুর, শাহি-দুয়ারে গিয়ে জল্পনা বাড়ালেন সৌমিত্রও

Next Article