Anubrata Mondal: অনুব্রতর জামিনের মামলার দ্রুত শুনানি হোক, দিল্লি হাইকোর্টে আবেদন কেষ্টর আইনজীবীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 20, 2023 | 11:44 PM

আগামী সোমবার অর্থাৎ ২৪ এপ্রিল অনুব্রতর এই দুটি আবেদনেরই শুনানির দিন ধার্য করেছে দিল্লি হাইকোর্ট। এবার গারদ থেকে কেষ্টর মুক্তি হয় কিনা সেটাই দেখার।

Anubrata Mondal: অনুব্রতর জামিনের মামলার দ্রুত শুনানি হোক, দিল্লি হাইকোর্টে আবেদন কেষ্টর আইনজীবীর
অনুব্রত মণ্ডল (নিজস্ব চিত্র)

Follow Us

নয়া দিল্লি: অসুস্থতাই হাতিয়ার! অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের আবেদন মামলার দ্রুত শুনানি করা হোক। এমনই দাবি জানিয়ে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে নতুন এক আবেদন জমা পড়ল। একইসঙ্গে পুনরায় আসানসোল সংশোধনাগারে অনুব্রতরে রেখে তদন্ত করারও আবেদন জানানো হয়েছে দিল্লি আদালতে। এবার অবশ্য আদালত এই আবেদন গ্রহণ করেছে। আগামী সোমবার অর্থাৎ ২৪ এপ্রিল অনুব্রতর এই দুটি আবেদনেরই শুনানির দিন ধার্য করেছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। এবার গারদ থেকে কেষ্টর মুক্তি হয় কিনা বা স্ব-রাজ্যে ফিরতে পারেন কিনা, সেটাই দেখার।

আদালত সূত্রে খবর, গত ২৯ মার্চও দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন জানান। তিনি দাবি করেন, ইডি পর্যাপ্ত নথি জমা দিচ্ছে না। অযথা তাঁর মক্কেলকে দিল্লিতে আটকে রাখা হয়েছে বলেও কেন্দ্রীয় গোয়েন্দাদের বিরুদ্ধে অনুব্রতর তরফে অভিযোগ তোলা হয়। তাই অনুব্রতর জামিনের জোরাল আবেদন জানানো হয়। কিন্তু, ইডি-র তরফে অনুব্রতের জামিনের বিরুদ্ধে সওয়াল করা হয়। শেষ পর্যন্ত, অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। অনুব্রতর আইনজীবীদের রিপোর্ট কপি জমা দেওয়ার নির্দেশ দিয়ে আগামী ৭ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন জানানো হয়। ED-কেও চার সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় আদালত।

কিন্তু, ৭ জুলাই পরবর্তী শুনানির অর্থ এতদিন অনুব্রতকে তিহার জেলেই থাকতে হবে। কিন্তু, সম্প্রতি ফের অনুব্রত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যান। তাই তাঁর অসুস্থতাকে হাতিয়ার করেই এবার অনুব্রতর জামিনের মামলার শুনানি দ্রুত করার আবেদন জানানো হয় বলে সূত্রের খবর। একই কারণ দেখিয়ে তিহার জেল নয়, আসানসোল সংশোধনাগারে রেখেই তাঁর বিরুদ্ধে ওঠা তদন্ত হোক বলেও পৃথক মামলা দায়ের করেছেন অনুব্রত। এবার এই প্রেক্ষাপটে ‘বীরভূমের বাঘ’ ঘরে ফিরতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে সব পক্ষ।

Next Article