Anurag Thakur on Rahul Gandhi: ‘চিদম্বরম ও শিবকুমারের সঙ্গে কতজন ছিলেন’, কংগ্রেসের পরিবারবাদ নিয়ে সুর চড়ালেন অনুরাগ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 03, 2023 | 4:43 PM

Anurag Thakur on Rahul Gandhi: কংগ্রেসের পরিবারবাদ নিয়ে সুর চড়ালেন অনুরাগ ঠাকুর। তিনি প্রশ্ন করেন, চিদম্বরম ও শিবকুমার যখন জেলে গিয়েছিলেন, তখন কংগ্রেসের কতজন তাঁর সঙ্গে গিয়েছিলেন।

Anurag Thakur on Rahul Gandhi: চিদম্বরম ও শিবকুমারের সঙ্গে কতজন ছিলেন, কংগ্রেসের পরিবারবাদ নিয়ে সুর চড়ালেন অনুরাগ
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (ফাইল ছবি)
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: মোদী পদবি নিয়ে মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সুরাটের আদালত তাঁকে দু’ বছর জেলের সাজাও শুনিয়েছে। আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুরাট আদালতে আজ আবেদন করেন রাহুল। রাহুলের সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ও তিন কংগ্রেস মুখ্যমন্ত্রীও। এই নিয়ে ‘নাটক’ বলে তোপ দেগেছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। সেই একই ইস্যু নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি প্রশ্ন তোলেন, সংবিধান, সংসদ ও দেশের থেকেও কী একটা পরিবার বড় হয়ে গেল?

সংসদ চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীদের সব কাজ বন্ধ করিয়ে এখন এই কাজে লাগিয়েছে। আমার আরও একটি প্রশ্ন রয়েছে, আগে নরসিমা রাও, পি চিদম্বরম, ডিকে শিবকুমারজিকেও জেলে যেতে হয়েছিল। তখন কতজন কংগ্রেস নেতা তাঁদের সঙ্গে গিয়েছিলেন। তাহলে কি একটি পরিবার সংবিধান, সংসদ ও দেশের থেকে বড় হয়ে গেল?”

রাহুলের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “রাহুল গান্ধী একবার নয়, বারবার এই কাজ করেছেন। দুঃখের বিষয় হল এরপরও কংগ্রেস কোনও ক্ষমা চাইছে না। বরং সুর চড়িয়েছে। ভয় দেখাচ্ছে।” প্রসঙ্গত, লন্ডনে দেশের গণতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য নিয়ে সুর চড়া করেছে বিজেপি। রাহুলের ক্ষমা চাওয়া নিয়ে বিজেপির দাবিতে চলতি অধিবেশনও বারবার মুলতুবি হয়েছে। কিন্তু রাহুল তাঁর মন্তব্যের জন্য এখনও ক্ষমা চাননি। আজ এক সাংবাদিক প্রশ্ন করেন, কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রে বিজেপির সরকার বিচারব্যবস্থার উপর চাপ সৃষ্টি করছে। এর উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “এইসব স্বতন্ত্র, সাংবিধানিক সংস্থার বদনাম করার চেষ্টা করছে।” তিনি আরও বলেন, “দুঃখের বিষয় হল যে দল ক্ষমতায় ৬০ বছর ধরে ছিল তারা দেশ, সংসদ ও সাংবিধানিক ব্যবস্থাকে অপমান করতে পিছু হটে না।”

Next Article