মুম্বই: নেতাদের শিক্ষাগত গিয়ে অনেক সময়ই রাজনীতি হয়। এ ধরনের রাজনীতির সমালোচনা শোনা গেল এনসিপি প্রধান শরদ পাওয়ারের গলায়। তাঁর মতে নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চেঁচিয়ে সময় নষ্ট না করে দেশের সমস্যার মূল বিষয়গুলির দিকে বেশি নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরব হয়েছে বেশ কয়েকটি বিরোধী দল। প্রধানমন্ত্রী কলেজ ডিগ্রিতে জালিয়াতি রয়েছে বলে অভিযোগ তুলে সরব অরবিন্দ কেজরীবাল, উদ্ধব ঠাকরের মতো নেতারা। ঘটনা নিয়ে কেজরীকে জরিমানাও করেছে গুজরাতের একটি আদালত। এই পরিস্থিতিতেই নেতার শিক্ষা গত যোগ্যতা নিয়ে রাজনীতির বিষয়ে মুখ খুললেন বর্ষীয়ান এই নেতা।
এই পরিস্থিতিতেই নেতার শিক্ষা গত যোগ্যতা নিয়ে রাজনীতির বিষয়ে মুখ খুললেন বর্ষীয়ান এই নেতা। পাবলিক ডোমেনে যখন তথ্য রয়েছে, তার পরও এ নিয়ে মন্তব্যের কারণে ভর্ৎসনা করা হয়েছে কেজরীকে। যে কারণে এই সব ঘটনা তা নিয়েই নিজের মত জানিয়েছেন পাওয়ার।
রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাওয়ার বলেছেন, “কলেজ ডিগ্রি নিয়ে এখন প্রায়শই প্রশ্ন তোলা হয়। আমার কী ডিগ্রি, আপনার কী ডিগ্রি। এটা কোনও রাজনৈতিক ইস্যু হল?” এর পরই তিনি বলেছেন, “বেকারত্ব, আইনশৃঙ্খলা, মূল্যবৃদ্ধির মতো গুরুগত বিষয় নিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করুন। ধর্ম ও জাতের নামে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে। অসময়ে বৃষ্টি ফসলের ক্ষতি করছে। এ সব ব্যাপারে আলোচনা প্রয়োজন।”