Zoom Died: জখম হয়েও ছাড়েনি যুদ্ধের ময়দান, জীবনযুদ্ধে হার স্বীকার জ়ুমের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 13, 2022 | 5:49 PM

Zoom Died: দু'দিন হাসপাতালে লড়াই করার পর বৃহস্পতিবার মারা গেল জ়ুম। অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে প্রাণ দিয়েছে লড়াই করেছে সে।

Zoom Died: জখম হয়েও ছাড়েনি যুদ্ধের ময়দান, জীবনযুদ্ধে হার স্বীকার জ়ুমের
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

শ্রীনগর: সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে বীরদর্পে লড়েছেন তিনি। অভিযানে নেমে ভুলে যাননি নিজের কর্তব্যের কথা। লড়াই করে গিয়েছেন শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে। সন্ত্রাসবাদীদের গুলি খেয়ে থেমে যাননি। পাল্টা আক্রমণ করেছেন। নিজের ক্যানাইন দিয়ে আহত করেছেন জঙ্গিদের। তাদের বিরুদ্ধে অভিযানে হার না মানলেও জীবনের কাছে হেরে গেলেন। তিনি আর কেউ নন সেনা কুকুর। বৃহস্পতিবার মারা গেল কাশ্মীরের অনন্তনাগে জখম সেনা কুকুর জ়ুম।

এদিন সেনার তরফে জানানো হয়েছে, ‘অ্যাডভান্সড ফিল্ড ভেটেরনারি হাসপাতালে চিকিৎসাধীন সেনা কুকুর জ়ুম আজ বেলা ১২ টা নাগাদ মারা গিয়েছে। পৌনে ১২ টা অবধিও সে ভাল সাড়া দিচ্ছিল। কিন্তু হঠাৎ হাঁপাতে শুরু করে এবং শেষ হয়ে যায় জ়ুম।’ এক আধিকারিক জানিয়েছেন, ‘জ়ুমের অবস্থার উন্নতিও হচ্ছিল। চিকিৎসায় ওর ক্যানাইনও ঠিক হয়ে যাচ্ছিল। হঠাৎ করে এদিন বেলায় ওর হাঁপানি শুরু হয়ে যায় এবং মারা যায় জ়ুম।’

প্রসঙ্গত, রবিবার রাতে দক্ষিণ কাশ্মীরের ট্যাংপাওয়াতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে তাঁদের অন্যতম সঙ্গী ছিল ‘জ়ুম’। সোমবার সকালে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে ঢুকে আক্রমণ করে সে। তাকে প্রতিহত করতেই জ়ুমকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। দুটি বুলেট তার গায়ে ঢোকে এবং তাতেই গুরুতর জখম হয় সে। তবুও থামেনি জ়ুম। ক্যানাইন দিয়ে কামড়ে থাকে জঙ্গিদের। আহত অবস্থায় শ্রীনগরে পশু চিকিৎসালয়ে তার চিকিৎসা হচ্ছিল। সেখানে তার অস্ত্রোপচারও হয়। তবে শেষরক্ষা হল না। মারা গেল ২ বছর ১ মাসের জ়ুম।

Next Article