China Dam: চিনের নতুন শয়তানি শুরু! এবার ভারতকে ডুবিয়ে মারার চাল? বড় আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর
India-China: যেহেতু চিন কোনও আন্তর্জাতিক জল চুক্তির অধীনে নেই, তাই তাদের আন্তর্জাতিক নিয়মের ঘেরাটোপেও আনা যায় না। সেই নিয়েই আরও উদ্বেগ বলে প্রকাশ করেন তিনি।

ইটানগর: চিনের আবার শয়তানি শুরু। এবার ভারতকে আর সামরিক ক্ষমতা বা সীমান্তে রক্তচক্ষু নয়, ভয় দেখাচ্ছে জল দিয়ে। অরুণাচল প্রদেশের ঠিক গা ঘেঁষেই বাঁধ তৈরি করছে চিন। এই বিশাল বাঁধ ‘জল বোমা’য় পরিণত হবে বলেই আশঙ্কা প্রকাশ করলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু।
চলতি সপ্তাহেই সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী চিনের ইয়ারলুং সাংপো নদীতে (ভারতে যা ব্রহ্মপুত্র নামে পরিচিত) বাঁধ তৈরি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যেহেতু চিন কোনও আন্তর্জাতিক জল চুক্তির অধীনে নেই, তাই তাদের আন্তর্জাতিক নিয়মের ঘেরাটোপেও আনা যায় না। সেই নিয়েই আরও উদ্বেগ বলে প্রকাশ করেন তিনি।
প্রেমা খাণ্ডু বলেন, “চিনের থেকে সামরিক হুমকির পাশাপাশি আমার মনে হয় সবথেকে বড় ইস্যু এটাই। এটা আমাদের অস্তিত্ব ও জীবনযাপন নিশ্চিহ্ন করে দিতে পারে। চিন এই বাঁধকে জলবোমা হিসাবে ব্যবহার করতে পারে।”
প্রসঙ্গত, ২০২১ সালে যখন চিনের প্রিমিয়ার লি কেকোয়াং অরুণাচলের সীমান্তবর্তী অঞ্চলে প্রদর্শন করতে এসেছিলেন, তখন ইয়ারলুং সাংপো নদীতে বাঁধের ঘোষণা করেছিলেন। ২০২৪ সালে চিন সরকার ১৩৭ বিলিয়ন ডলার খরচ করে এই প্রকল্পের অনুমতি দেয়। এই বাঁধ তৈরি হয়ে গেলে, তা বিশ্বের বৃহত্তম হাইড্রোপাওয়ার বাঁধ হতে চলেছে। এই বাঁধে ৬০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর কথায়, যদি চিন আন্তর্জাতিক জলচুক্তির অধীনে থাকত, তাহলে তারা একটি নির্দিষ্ট পরিমাণ জলই ছাড়তে পারত বাঁধ থেকে। ফলে অরুণাচলের প্লাবিত হওয়ার আশঙ্কা থাকত না, উল্টে ব্রহ্মপুত্রের জন্য অসম, অরুণাচল প্রদেশ ও বাংলাদেশে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় প্রতি বছর, তাও হত না।
তবে চিন কোনও আন্তর্জাতিক জল চুক্তির অংশ না হওয়াতেই আশঙ্কা বাড়ছে। যদি এই বাঁধ থেকে হঠাৎ জল ছাড়ে চিন, তাহলে গোটা সিয়াং ভেসে যেতে পারে। অরুণাচলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চিনকে রুখতে ভারত সরকারের সঙ্গে সিয়াং আপার মাল্টিপারপস প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে। যদি এই প্রকল্পে অনুমোদন মেলে, তাহলে তা তৈরি হওয়ার পর চিন বাঁধ থেকে জল ছাড়লেও, অরুণাচল প্লাবিত হবে না বন্য়ায়।

