Sikkim, Arunachal Pradesh Assembly Election Results 2024 Live: গ্যাংটকে উল্লাসে মাতল SKM কর্মী-সমর্থক, অরুণাচলে হ্যাটট্রিক BJP-র

| Edited By: | Updated on: Jun 02, 2024 | 6:29 PM

Arunachal Pradesh & Sikkim Assembly Election 2024 Results Updates: আজ অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। সকাল ৬টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। গত ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশে লোকসভা নির্বাচনের সঙ্গেই ৬০টি বিধানসভা আসনে ভোট হয়েছিল। একইদিনে সিকিমেও বিধানসভা নির্বাচন হয়েছিল ৩২টি আসনে। 

Sikkim, Arunachal Pradesh Assembly Election Results 2024 Live: গ্যাংটকে উল্লাসে মাতল SKM কর্মী-সমর্থক, অরুণাচলে হ্যাটট্রিক BJP-র
গ্যাংটকে জয়ের উল্লাসে মেতে উঠল এসকেএম সমর্থকেরা।Image Credit source: PTI

দেশজুড়ে সাত দফায় নির্বাচন শেষ হয়েছে। লোকসভা নির্বাচনের সঙ্গেই একাধিক রাজ্যে হয়েছিল বিধানসভা নির্বাচনও। সেই নির্বাচনের ফল প্রকাশের পালা এবার। আজ অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। সকাল ৬টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। গত ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশে লোকসভা নির্বাচনের সঙ্গেই ৬০টি বিধানসভা আসনে ভোট হয়েছিল। একইদিনে সিকিমেও বিধানসভা নির্বাচন হয়েছিল ৩২টি আসনে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 Jun 2024 04:17 PM (IST)

    সিকিমে বিজেপি কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা মোদীর

    সিকিমে ৩২টি আসনের মধ্যে ৩১টি আসনই পেয়েছে এসকেএম। বিজেপি ১টি আসনও পায়নি। তবে ভোটে অক্লান্ত পরিশ্রমের জন্য সিকিমের বিজেপি নেতা-কর্মী ও সমর্থকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 02 Jun 2024 03:14 PM (IST)

    অরুণাচলে ফের বিজেপি, রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদীর

    বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অরুণাচল প্রদেশে ফের সরকার গড়তে চলেছে প্রেমা খাণ্ডুর নেতৃত্বাধীন বিজেপি। অভাবনীয় এই ফলের জন্য অরুণাচলের বাসিন্দাদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 02 Jun 2024 03:12 PM (IST)

    অরুণাচলে তৃতীয়বারের জন্য সরকার গড়ছেন প্রেমা খাণ্ডু

    অরুণাচলে ৬০টি আসনের মধ্যে ৪৬টি গিয়েছে বিজেপির ঝুলিতে। স্বাভাবিকভাবেই তৃতীয়বারের জন্য ফের সরকার গড়ছেন প্রেমা খাণ্ডু। আর ৫টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে এনপিপি।

  • 02 Jun 2024 02:35 PM (IST)

    ২টি আসনেই পরাজিত পবন সিং চামলিং

    সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন সিং চামলিং পোকলোক কামরাং এবং নামচেবুং কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দুটি কেন্দ্রেই পরাজিত হলেন তিনি।

  • 02 Jun 2024 02:15 PM (IST)

    সিকিমে ৩১টি আসনে জয়ী এসকেএম

    সিকিমের ৩২টি আসনের মধ্যে ৩১টি দখল করে নিয়েছে শাসকদল এসকেএম। এটা ৫ বছরের কাজের জয় বলে জানালেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।

  • 02 Jun 2024 02:13 PM (IST)

    অরুণাচলে ৪৩টি আসনে জয়ী বিজেপি

    অরুণাচল প্রদেশে ঐতিহাসিক জয়ের পথে বিজেপি। ইতিমধ্যে জয়ী ৪৪টি আসনে। বিভিন্ন জায়গায় শুরু আবির খেলা।

  • 02 Jun 2024 11:57 AM (IST)

    সিকিমে জয়ী মুখ্যমন্ত্রী

    সিকিম বিধানসভা নির্বাচনে জয়ী হলেন মুখ্যমন্ত্রী তথা এসকেএম প্রার্থী প্রেম সিং তামাং। রেনক আসন থেকে তিনি জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী এসডিএফের প্রার্থীর সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান ৭০৪৪।

  • 02 Jun 2024 11:54 AM (IST)

    অরুণাচলে ১ আসনে জয়ী এনপিপি প্রার্থী

    অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে লিরোম্বা কেন্দ্র থেকে জয়ী হলেন এনপিপি প্রার্থী। তিনি বিজেপির প্রার্থীকে ১৬৯৮ ভোটে হারিয়েছেন।

  • 02 Jun 2024 11:47 AM (IST)

    অরুণাচলে ৪৬ আসনে এগিয়ে বিজেপি

    অরুণাচল প্রদেশে ৪৬ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এনপিপি ৬টি আসনে এগিয়ে।

  • 02 Jun 2024 10:54 AM (IST)

    অরুণাচল-সিকিমের ভোটের আপডেট

  • 02 Jun 2024 10:51 AM (IST)

    অরুণাচল প্রদেশে ৩ আসনে জয়ী বিজেপি

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অরুণাচল প্রদেশের বরদুরিয়া-বোগাপানি, চাঙ্গলাং উত্তর ও চাঙ্গলাং দক্ষিণ আসনে জয়ী হয়েছে বিজেপির প্রার্থীরা।

  • 02 Jun 2024 10:49 AM (IST)

    পিছিয়ে পড়লেন বাইচুং

    প্রাক্তন ভারতীয় ফুটবল টিমের ক্য়াপ্টেন তথা এসডিএফ প্রার্থী বাইচুং ভুটিয়া পিছিয়ে পড়লেন। সিকিমের বিধানসভা নির্বাচনে বারফুং আসন থেকে প্রার্থী হয়েছিলেন বাইচুং। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এসকেএম-র প্রার্থী রিকসাল দোরজি। আপাতত ৪৩৪৬ ভোটে এগিয়ে রয়েছেন দোরজি।

  • 02 Jun 2024 10:43 AM (IST)

    ৪৫ আসনে এগিয়ে বিজেপি

    অরুণাচল প্রদেশে বিজেপির দৌড় থামাতে পারছে না অন্য কোনও দল। সংখ্যাগরিষ্ঠতার দিকেই এগোচ্ছে বিজেপি। এখনও পর্যন্ত ৪৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এপিপি এগিয়ে ৬টি আসনে।

  • 02 Jun 2024 10:05 AM (IST)

    অরুণাচলে গেরুয়া ঝড়

    অরুণাচলে অপ্রতিরোধ্য বিজেপি। বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৪৩টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এনপিপি এগিয়ে ৬ আসনে। ৯টি আসনে এগিয়ে অন্যান্য দল।

  • 02 Jun 2024 09:03 AM (IST)

    সিকিমে ক্লিন সুইপ এসকেএম-র

    সিকিমে ৩২টি বিধানসভা আসনের মধ্য়ে ৩০টি আসনেই এগিয়ে শাসক দল এসকেএম। অন্যান্যরা এগিয়ে ১টি আসনে। বিজেপি বা কংগ্রেস খাতা খুলতে পারেনি।

  • 02 Jun 2024 09:02 AM (IST)

    অরুণাচলে ৪১ আসনে এগিয়ে বিজেপি

    অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ১০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি। বাকি ৫০ আসনের মধ্যে ৪১টি আসনেই এগিয়ে বিজেপি। এনপিপি এগিয়ে ৮ আসনে, কংগ্রেস এগিয়ে ১ আসনে। অন্যান্য দলগুলি ৭টি আসনে এগিয়ে।

  • 02 Jun 2024 08:21 AM (IST)

    সিকিমে ২৯ আসনে এগিয়ে SKM

    সিকিমে ক্ষমতা থাকছে শাসক দল সিকিম ক্রান্তিকারী মোর্চা বা SKM-র হাতেই। দুই ঘণ্টার গণনার পরে সিকিমের ৩২টি আসনের মধ্যে ২৯টি আসনেই এগিয়ে রয়েছে এসকেএম।

  • 02 Jun 2024 08:17 AM (IST)

    অরুণাচলে ২৯ আসনে এগিয়ে বিজেপি

    অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। আপাতত ২৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১টি আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ১০টি আসনে।

  • 02 Jun 2024 08:11 AM (IST)

    সিকিমে এগিয়ে SKM, পিছিয়ে SDF

    অরুণাচল প্রদেশের পাশাপাশি সিকিমেও বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে আজ। ইতিমধ্যেই সকাল ৬টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে সিকিমের শাসক দল এসকেএম-ই। এসডিএফ এগিয়ে মাত্র ১ আসনে।

  • 02 Jun 2024 08:09 AM (IST)

    অরুণাচলে ১০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি

    অরুণাচল প্রদেশের ৬০ বিধানসভা আসনের মধ্যে ইতিমধ্য়েই ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি।

  • 02 Jun 2024 08:07 AM (IST)

    Arunchal Pradesh Assembly Election 2024: ৮২ শতাংশ ভোট পড়েছিল অরুণাচলে

    অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে ৮২.৭১ শতাংশ ভোট পড়েছিল। আজ সেই ভোটের উপরে ভিত্তি করেই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে।

Published On - Jun 02,2024 8:05 AM

Follow Us: