Arvind Kejriwal To BJP Workers : ‘বিজেপিতে থেকে আপের জন্য কাজ করুন’, পদ্মভূমে ঝাড়ুর ঝড় তুলতে নয়া ‘ফন্দি’ কেজরীবালের!
Arvind Kejriwal To BJP Workers : গুজরাট সফরের শেষদিনে সেখানকার বিজেপি কর্মীদের আপের জন্য কাজ করার আহ্বান জানান অরবিন্দ কেজরীবাল। পাশাপাশি তিনি একাধিক প্রতিশ্রুতিও দেন।
গান্ধীনগর : নির্বাচনের জন্য় ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে মোদী-শাহের রাজ্য়। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরীবাল। ডিসেম্বরে নির্বাচন গুজরাটে। কিন্তু এখনই রীতিমতো ‘ডেইলি প্যাসেঞ্জার’ শুরু হয়ে গিয়েছে আপ নেতার। মোদী ভূমে ঝাড়ুর ঝড় তুলতে উদ্যত কেজরী। এবার ঝাড়ুর দাপট দেখাতে অন্য বার্তা তাঁর কণ্ঠে। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী গুজরাটের বিজেপি কর্মীদের কাছে রাখলেন অনোন্য আবেদন। শাসক দলে থেকে আপের জন্য কাজ করার আবেদন জানালেন বিজেপি কর্মীদের কাছে।
নির্বাচনমুখী গুজরাটে দু’দিনের সফরে গিয়েছেন অরবিন্দ কেজরীবাল। সফরের শেষদিনে রাজকোটে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে কেজরীবাল বলেন, ‘আমি সকল বিজেপি কর্মীর কাছে আবেদন করব যাতে তাঁরা সেখানে (বিজেপিতে) থাকেন, কিন্তু আপের জন্য কাজ করেন। আপনারা বুদ্ধিমান, ভিতর থেকে আপের জন্য কাজ করুন। বিজেপির থেকে পেমেন্ট নিন, কিন্তু আমাদের জন্য কাজ করুন। কারণ আমাদের কাছে টাকা নেই।’ এদিন প্রেস কনফারেন্স থেকে তিনি পুনরায় কিছু নির্বাচনী প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আমরা সরকার গঠন করলে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেব। আপনার বাড়িতেও বিনামূল্যে তা পৌঁছে যাবে।’ তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের সন্তানদেরর জন্য ভাল স্কুল তৈরি করব। যেখানে আপনার সন্তানরা বিনামূল্যে শিক্ষা পাবে। আমরা আপনার ও আপনার পরিবারের বিনামূল্যে উন্নতমানের চিকিৎসা নিশ্চিত করব। আপনাদের পরিবারের প্রত্যেক মহিলাকে ১ হাজার টাকা করে দেব।’
এদিকে তিনি অভিযোগ করেছেন, বিজেপি বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও বিনামূল্যে বিদ্য়ুৎ পরিষেবা দেয় না। বিজেপি কর্মী ও তাঁদের পরিবার এই ধরনের কোনও পরিষেবা পায় না। তবে আপ তাঁদের খেয়াল রাখবে বলে আশ্বাস দেন কেজরীবাল। প্রসঙ্গত, এর আগের সফরেও এরকম বিনামূল্যে বিভিন্ন পরিষেবা দেওয়ার অঙ্গীকার করেছিলেন অরবিন্দ কেজরীবাল।