Arvind Kejriwal: জেলে যেতে পারেন অরবিন্দ কেজরীবাল? আশঙ্কা প্রকাশ আপ সুপ্রিমোর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 02, 2023 | 8:23 PM

AAP Chief: রামলীলা ময়দানে আন্না হাজারের সঙ্গে আন্দোলনের প্রসঙ্গ তুলে আপ সুপ্রিমো বলেন, "কীভাবে লক্ষ-লক্ষ কেজরীবালকে গ্রেফতার করবে। আমরা আন্না আন্দোলন থেকে উঠে এসেছি। আমি, সত্যেন্দ্র জৈন ও মণীশ সিসোদিয়া রামলীলা ময়দানে আন্দোলনে বসেছিলাম। তোমরা আমাদের গ্রেফতার করতে পার, কিন্তু, রামলীলা ময়দানে যে লক্ষ-লক্ষ লোকের ভিড় হয়েছিল, তাদের কীভাবে গ্রেফতার করবে?

Arvind Kejriwal: জেলে যেতে পারেন অরবিন্দ কেজরীবাল? আশঙ্কা প্রকাশ আপ সুপ্রিমোর
আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। ফাইল ছবি।
Image Credit source: ANI

Follow Us

সিংরাউলি: জেলে যেতে ভীত নন অরবিন্দ কেজরীবাল। বৃহস্পতিবার মধ্যপ্রদেশে (Madhya Pradesh) নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। তিনি যে কোনও সময় তিনি জেলে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। সম্পূর্ণ চক্রান্ত করেই তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান আপ সুপ্রিমো। তবে তিনি জেলে গেলেও মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে আপ-কে জয়ী করার জন্য আহ্বান জানান অরবিন্দ কেজরীবাল।

অর্থ তছরুপ মামলায় এদিনই অরবিন্দ কেজরীবালকে তলব করেছিল ইডি। যদিও তিনি এদিন ইডি-র সমনে যাচ্ছেন না বলে জানিয়ে দেন এবং পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে যান। তবে নির্বাচনী প্রচারে গেলেও তিনি গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মধ্যপ্রদেশের সিংরাউলিতে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে কেজরীবাল বলেন, “যখন বিধানসভা ভোটের ফল প্রকাশিত হবে, তখন আমি জেলে থাকব নাকি বাইরে থাকব, সে বিষয়ে নিশ্চিত নই। তবে আমি জেলে যেতে ভয় পাই না।”

নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে কেজরীবাল আরও বলেন, “দিল্লিতে প্রতিদিন আমাকে গ্রেফতার করার হুমকি দেওয়া হয়। তোমরা কেজরীবালের শরীরটা গ্রেফতার করতে পার, কিন্তু, ভাবনা কীভাবে গ্রেফতার করবে?” এপ্রসঙ্গে রামলীলা ময়দানে আন্না হাজারের সঙ্গে আন্দোলনের প্রসঙ্গ তুলে আপ সুপ্রিমো বলেন, “কীভাবে লক্ষ-লক্ষ কেজরীবালকে গ্রেফতার করবে। আমরা আন্না আন্দোলন থেকে উঠে এসেছি। আমি, সত্যেন্দ্র জৈন ও মণীশ সিসোদিয়া রামলীলা ময়দানে আন্দোলনে বসেছিলাম। তোমরা আমাদের গ্রেফতার করতে পার, কিন্তু, রামলীলা ময়দানে যে লক্ষ-লক্ষ লোকের ভিড় হয়েছিল, তাদের কীভাবে গ্রেফতার করবে? কেজরীবাল জেলে যেতে ভয় পায় না।”

তিনি জেলে যাওয়া নিয়ে পরোয়া না করলেও মধ্যপ্রদেশের জনগণের রায় নিয়ে ভাবিত বলে জানান কেজরীবাল। তাই মধ্যপ্রদেশের জনগণের কাছে আপ-কে সমর্থন জানানোর আহ্বান জানান। আপ সুপ্রিমো বলেন, “দিল্লি ও পঞ্জাবের জনগণ যেমন ক্যারিশ্মা দেখিয়েছে, আগামী দিনে মধ্যপ্রদেশের জনগণও সেই ক্যারিশ্মা দেখাবে। আমি জানি না, ভোটের ফল প্রকাশের দিন জেলের ভিতরে থাকব নাকি বাইরে থাকব। কিন্তু, প্রত্যেকের বলা উচিত যে, অরবিন্দ কেজরীবাল সিংরাউলিতে এসেছিলেন এবং আমরা তাঁকে ঐতিহাসিক জয় দিয়েছি।”

প্রসঙ্গত, দিল্লি আবগারি মামলায় অনেক আগেই গ্রেফতার হয়েছেন দিল্লির দুই মন্ত্রী, মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন। রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংও জেলবন্দি। এবার ইডি স্ক্যানারে স্বয়ং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল।

Next Article