নয়া দিল্লি: মিলে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র ভবিষ্যবাণী! ২০১৯ সালে সংসদে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী ২০২৩ সালের ভবিষ্যণবাণী করেছিলেন। আজ অক্ষরে অক্ষরে মিলে গেল সেই কথা। মণিপুর ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বুধবারই কংগ্রেস ও বিআরএসের দুই সাংসদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) পেশ করেন। যখন বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে ব্যস্ত, সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিয়ো, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা যাচ্ছে যে ২০২৩ সালে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনবে। কেন্দ্রের শাসক দলের দাবি, বিরোধীদের এই চালের ভবিষ্যতবাণী প্রধানমন্ত্রী আগেই করেছিলেন!
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তা ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারির। সেই ভিডিয়োয় সংসদে বাজেট অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনা নিয়ে আক্রমণ করছেন। ওই ভিডিয়োয় প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনাদের শুভকামনা জানাতে চাই। আপনারা এত প্রস্তুতি নিন যে ২০২৩ সালে ফের অনাস্থা প্রস্তাব আনতে পারেন”। প্রধানমন্ত্রীর কথা শুনেই হেসে ওঠেন সকলে।
PM Modi before 2019 Lok Sabha elxn predicted that Congress will bring No Confidence Motion in 2023.
His prediction was spot on pic.twitter.com/1lfaO54kHO
— Ankur Singh (@iAnkurSingh) July 25, 2023
এরপরই তিনি বলেন, “এটা সমর্পণভাব। অহঙ্কারের পরিণাম,আপনারা ৪০০ থেকে ৪০-এ নেমে এসেছেন। আর সেবা ভাবের পরিণাম, ২ জন সাংসদ থেকে আজ আমরা ক্ষমতায় এসেছি। দেখুন আজ আপনারা কোথায় পৌঁছেছেন? আপনাদের বড় বড় কথা শোভা দেয় না।”
ওই সময়ে সংসদে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধীও।
প্রসঙ্গত, ২০১৮ সালে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। তখন একাধিক বিরোধী দল এই প্রস্তাবে সমর্থন জানিয়েছিল। কিন্তু শেষ অবধি বিজেপি শাসিত এনডিএ জোটই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে।